Kedar Jadhav announces retirement: সোমবার ভারতীয় ক্রিকেট থেকে নিঃশব্দেই সরে দাঁড়ালেন তারকা অলরাউন্ডার কেদার যাদব। সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন মধ্যপ্রদেশের তারকা। আর অবসরের ঘোষণায় কেদার যাদব হুবহু অনুসরণ করলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনিকে। নিজের কেরিয়ারের কিছু বিশেষ মুহূর্তের স্লাইড শোর সঙ্গে ধোনি জুড়ে দিয়েছিলেন ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের গান। সেটাই করলেন কেদার যাদব।
তাঁর ইন্সটা-পোস্টের বয়ান, "ভালবাসা এবং সমর্থনের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ১৫০০ ঘন্টা (৩টে) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ধরে নেওয়া হোক।" অর্থাৎ সোমবার দুপুর ৩টে থেকে তিনি যে অবসর নিচ্ছেন, সেটাই জানিয়েছেন তিনি।
ঘটনা হল, ধোনি অবসরের বয়ানে একই শব্দ ব্যবহার করেছিলেন। ২০১৯-এর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলার পর ধোনি ক্রিকেট থেকে দূরে ছিলেন। এরপরে ২০২০-এর ১৫ অগাস্টে মহাতারকা সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেন। ধোনির ইন্সটা-পোস্টের বয়ান ছিল, "ভালবাসা এবং সমর্থনের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ১৯২৯ ঘন্টা (সন্ধ্যা ৭.৩০) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ধরে নেওয়া হোক।" এই বার্তার সঙ্গেই ধোনি নিজের কেরিয়ারের বিশেষ কিছু মুহূর্ত স্লাইড শোয়ে দেখান। গান হিসাবে জুড়ে দিয়েছিলেন তাঁর প্রিয়, "ম্যায় পাল দো পাল কা সায়ার হু।"
ধোনি জমানায় টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র ছিলেন কেদার যাদব। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত খেলেছেন। কার্যকরী অফস্পিনের সঙ্গে ব্যাটও করতে পারতেন। ২০১৯-এ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন। সেমিফাইনালে সেবার পৌঁছেছিল ভারত।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কেদার যাদব প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে শেষবার খেলেন রঞ্জি ট্রফিতে। মহারাষ্ট্রের হয়ে বিদর্ভ-র বিপক্ষে খেলেছিলেন। শেষ সিজনেও ভালো ফর্মে ছিলেন। ৫ ম্যাচে ৩৭৯ রান করেছিলেন একটা সেঞ্চুরি, একটা হাফসেঞ্চুরি সহ।
জাতীয় দলের হয়ে ৭৩ ওয়ানডে, ৯টি টি২০ খেলেছেন। দুই ফরম্যাটে তাঁর রানসংখ্যা ১৩৮৯ এবং ১২২। ওয়ানডেতে দুটো সেঞ্চুরির সঙ্গে হাফডজন অর্ধশতরানও করেছেন। ওয়ানডেতে তাঁর নামের পাশে ২৭ উইকেটও রয়েছে।
দীর্ঘ কেরিয়ারে সিএসকে, দিল্লি ডেয়ারডেভিলস, কোচি তাসকার্স, আরসিবির মত দলের হয়ে খেলেছেন। ধোনির নেতৃত্বে সিএসকের ২০১৮-র শিরোপজয়ী স্কোয়াডেও ছিলেন। ৯৩ আইপিএল ম্যাচে তাঁর মোট রানসংখ্যা ১১৯৬।
ঘরোয়া ক্রিকেটেও তাঁর ধারাবাহিকতা ছিল নজরকাড়া। প্ৰথম শ্রেণির ক্রিকেটে ১৭ শতরান সহ করেছেন ৬১০০ রান। লিস্ট-এ ক্রিকেটে রয়েছে ১০ সেঞ্চুরি, ৫৫২০ রান। ৪৮ ঘন্টা আগেই অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। এবার অবসরের গ্রহে নাম লেখালেন কেদার যাদব-ও।