/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/team-india-2.jpg)
ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি উস্কে দিয়েই এবার ভয়ঙ্করভাবে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রবীণ কুমার। জাতীয় দলের প্রাক্তন পেসারের গাড়িতে তাঁর সঙ্গেই ছিল পুত্র। মঙ্গলবার রাতে মেরুটে এই ঘটনা ঘটে। প্রবীণ কুমারের গাড়ি সরাসরি আছড়ে পড়ে ট্রেলারের সঙ্গে।
৩৬ বছরের তারকা পেসার ছয় টেস্ট, ৬৮ ওয়ানডে এবং ১০টি টি২০ খেলেছেন। তবে কেরিয়ার প্রত্যাশিত পথে এগোয়নি। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, তিনি এবং পুত্র দুজনেই সুস্থ রয়েছেন। পিটিআই-কে জানিয়েছেন, "আরও খারাপ হতে পারত। ঈশ্বরের দয়ায় আপাতত সুস্থ রয়েছি এবং আপনার সঙ্গে কথা বলতে পারছি। নিজের ভাইপোকে ড্রপ করতে গিয়েছিলাম। তবে রাত সাড়ে ৯টার সময় প্রকাণ্ড একটা ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। আমার গাড়িটাও বড় ছিল। নাহলে বড়সড় চোট-আঘাত হতে পারত। প্ৰথমে ভেবেছিলাম হয়ত বাম্পারে আছড়ে পড়েছি। আমার গাড়ি একদম ভেঙেচুরে গিয়েছে।"
গত বছর দিল্লি-দেহরাদুন এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় ঝিমুনি এসে গিয়েছিল ঋষভ পন্থের। তারপরে পন্থের গাড়ি রাস্তার ডিভাইডারে আছড়ে পড়ে। আগুন লেগে যায়। তারপর থেকেই বড়সড় চোট-আঘাত নিয়ে আপাতত ক্রিকেট খেলা থেকে দূরে। রিহ্যাব সারছেন তিনি।
প্রবীণ কুমার পরিচিত ছিলেন সুইং বলের মাস্টার হিসাবে। আন্তর্জাতিক কেরিয়ার টিকেছিল মাত্র ৫ বছর। ২০২০-তে প্রবীণ কুমার স্বীকার করেন মানসিক অবসাদে ভুগছেন তিনি। তবে তিনি আপাতত সুস্থ। ক্রিকেটে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, কোনওরকম কোচিংয়ের সঙ্গে যুক্ত নন তিনি। গত সপ্তাহেই দিল্লিতে এক প্রমোশনাল ইভেন্টে ক্রিস গেইলের সঙ্গে দেখা গিয়েছিল প্রবীণকে। বর্তমানে রিয়েল এস্টেট এবং রেস্তোরাঁ ব্যবসা চালান তারকা এই স্পিডস্টার।
Read the full article in ENGLISH