Subramaniam Badrinath on Ruturaj Gaukwad snub: রুতুরাজ গায়কোয়াড়ের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুব্রহ্মনিয়াম বদ্রীনাথ। শ্রীলঙ্কা সিরিজের একদিনের দল এবং টি২০ স্কোয়াডে গায়কোয়াড় সুযোগ পাননি। এই দল নির্বাচনে প্রধান ভূমিকা নিয়েছেন কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকার। যার ফলে এই দু'জন তথা বিসিসিআইয়ের ওপর চটেছেন বদ্রীনাথের মত অনেক ক্রিকেট বিশেষজ্ঞ তথা প্রাক্তন ক্রিকেটার। এবার সেই ব্যাপারেই বদ্রীনাথের অভিযোগ, ভারতীয় জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার জন্য বর্তমানে, 'খারাপ লোকের ইমেজ, ট্যাটু, অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক দরকার।'
বৃহস্পতিবার, বিসিসিআই (BCCI) আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় সাদা বলের স্কোয়াড ঘোষণা করেছে। এই সফরেই দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের মেয়াদ শুরু হবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই সফরে ওডিআই ফরফ্যাটে ফিরে এসেছেন। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, টি২০ দলের নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে নিয়োগ।
চলতি মাসের গোড়ার দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও টি২০ স্কোয়াড থেকে রুতুরাজ গায়কোয়াড়কে এবং অভিষেক শর্মাকে বাদ দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রিংকু সিং-কে এখনও একদিনের দলে না রাখা। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যখন তিনটি টি২০ এবং তিনটি একদিনের ম্যাচের জন্য দ্বীপরাষ্ট্রে সফরের প্রস্তুতি নিচ্ছে, প্রাক্তন ভারতীয় ব্যাটার সুব্রহ্মনিয়াম বদ্রীনাথ গায়কোয়াড় এবং রিংকুর সঠিক মূল্যায়ন না করায় বিসিসিআইকে একহাত নিয়েছেন। শ্রীলঙ্কা সফরে গায়কোয়াড়কে দুটি ফরম্যাটের কোনও স্কোয়াডেই রাখা হয়নি। রিংকুকে তা-ও টি২০ স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে।
'ক্রিক ডিবেট উইথ বদ্রী' অনুষ্ঠানে এই প্রসঙ্গে বদ্রীনাথ যা বলেছেন, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, ভারতীয় দলে জায়গা নিশ্চিত করার জন্য ক্রিকেটারদের শুধু পারফরম্যান্সই যথেষ্ট নয়। তার চেয়ে বেশি কিছু প্রয়োজন। তামিল ভাষায় বদ্রীনাথ তাঁর এই সব কথাগুলো বলেছেন।
তিনি বলেছেন, 'কখনও কখনও মনে হয় ভারতীয় দলে জায়গা পেতে খারাপ লোকের ইমেজ দরকার। রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড় এবং অন্যরা এই কারণেই ভারতীয় দলে নির্বাচিত হন না। দেখে মনে হয়, জায়গা পেতে গেলে বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকা দরকার, একজন ভালো মিডিয়া ম্যানেজার থাকতে হবে। আর, শরীরে ট্যাটু করা দরকার।'
আরও পড়ুন- ভালো খেলেও বিশ্বকাপে বাদ পড়তে হল কেন! কোহলি-শাস্ত্রীর দিকে বিস্ফোরক আঙুল তুললেন শামি
যদিও বদ্রীনাথ তাঁর বক্তব্যে নাম করে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে, এটা স্পষ্ট যে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রিংকু এবং রুতুরাজ জাতীয় দলে জায়গা না পাওয়ায় স্পষ্টতই হতাশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তিন ইনিংসে রুতুরাজ গায়কোয়াড়ের স্কোর ছিল ৭, ৭৭ এবং ৪৯। সিরিজের শেষ টি২০ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কারণ, ভারত ইতিমধ্যে সিরিজ জিতে গিয়েছিল। রিংকুও জিম্বাবুয়েতে দুর্দান্ত খেলেছেন। আর, শ্রীলঙ্কা সফরের টি২০ সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। তবে, সিরিজের একদিনের ম্যাচগুলোতে রিংকুকে রাখা হয়নি। তা নিয়েও ক্ষুব্ধ বহু ক্রিকেট বিশেষজ্ঞ।