হারের পরেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। স্লো ওভার রেটের জন্যই ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা দিতে হবে প্রত্যেক ক্রিকেটারকে। প্রথম ওডিআইতেই ৬৬ রানে হেরে গিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। ম্যাচের দায়িত্বে ছিলেন আইসিসির এলিট প্যানেল ভুক্ত রেফারি ডেভিড বুন।
তিনিই জরিমানা ঘোষণা করেন। অনফিল্ড আম্পায়ার রড টাকার এবং স্যাম নগজাস্কি, টিভি আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার জেরার্ড আবুদ টিম ইন্ডিয়াকে দোষী সাব্যস্ত করেন। জানা গিয়েছে, নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করেছিল টিম ইন্ডিয়া।
আরো পড়ুন: রোহিত নেই, লজ্জার হারে সিরিজ শুরু ভারতের
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ওভার রেট সময় মত পূরণ না করতে পারলে প্রতি ওভার পিছু প্লেয়ারদের ২০ শতাংশ জরিমানা করা হয়। ভারতের ১ ওভার বাকি থাকায় ২০ শতাংশ জরিমানা করা হল। কোহলি নিজের ভুল স্বীকার করে নেওয়ায় সরকারিভাবে আর শুনানি হচ্ছে না।
ভারতের স্লো ওভার রেটের কারণেই স্থানীয় সময় রাত ১১.০৯ মিনিটে খেলা শেষ হয়। নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে। অনেকেই বলেছেন যেন স্লো মোশনে খেলা হচ্ছে।
স্টিভ স্মিথ ম্যাচের পরে বলেন, "মনে হচ্ছিল, গোটা দিন ধরেই খেলছি আমরা। এটাই মাঠে কাটানো ৫০ ওভারের সবথেকে দীর্ঘতম দিন।" দুরন্ত শতরান করে স্মিথ ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। ভারতের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়া জাম্পা-ও স্বীকার করে নেন খেলা।খুব ধীর লয়ে হয়েছে। ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে তিনিই দলকে প্রথম ম্যাচে জিততে সাহায্য করেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন