/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/ban-ind-afg.jpg)
Bangladesh, Australia, Afghanistan Qualification scenarios: গ্রুপ-এ তে সেমির লড়াই উত্তেজক জায়গায় (টুইটার)
R Sridhar, Afghanistan's assistant coach: আসন্ন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতের জাতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে, "এটা উল্লেখ করতে হচ্ছে যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড শ্রীধরকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আশা ভবিষ্যতে এই চুক্তির মেয়াদ দীর্ঘমেয়াদি হবে।"
ACB name R. Sridhar as National Team’s Asst. Coach for New Zealand and South Africa Fixtures.
More: https://t.co/B8VZlnB10tpic.twitter.com/nmCuVpCqD9— Afghanistan Cricket Board (@ACBofficials) August 21, 2024
হায়দরাবাদের হয়ে ৩৫টি প্ৰথম শ্রেণি এবং ১৪টি লিস্ট-এ ম্যাচে অংশ নিয়েছেন। ২০১৪ থেকে ২০২১- টানা আট বছর টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ ছিলেন। রাহুল দ্রাবিড় হেড কোচ হওয়ার পর শ্রীধরকে সরিয়ে ফিল্ডিং কোচ হন টি দিলীপ।
আরও পড়ুন: BCCI ছাড়ছেন জয় শাহ, বোর্ডে ফেরার রাস্তা বন্ধ সৌরভের! বড় খবরে ঝড় উঠল আচমকাই
সেপ্টেম্বরে আফগানিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটে ওয়ানডে খেলবে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ভালো ফর্মে রয়েছে। রশিদ খানের নেতৃত্বে আফগানরা ইতিহাস গড়ে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত হেভিওয়েট দলকে হারিয়ে দিয়েছিলেন রশিদ-নবিরা। এমনকি গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও স্বপ্নের ছন্দে ছিল।আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মত দলকে হারিয়েছিল নীল জার্সি ধারীরা।
জোনাথন ট্রটকে হেড কোচ করার পর থেকেই আফগানিস্তান একের পর এক নামি বিদেশিদের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করেছে। একদিনের বিশ্বকাপ চলাকালীন সময় অজয় জাদেজাকে মেন্টর করে আফগানরা। টি২০ ওয়ার্ল্ড কাপের সময় ডোয়েন ব্র্যাভোকে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করে তাঁরা।