BCCI on appointing new head coach: বড় আপডেট দিলেন বোর্ড সচিব জয় শাহ। জানালেন, খুব শীঘ্রই সিনিয়র পুরুষ দলের হেড কোচের জন্য আবেদনের ভিত্তিতে নিয়োগ করা হবে। বর্তমান জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে টি২০ বিশ্বকাপের ঠিক পরেই। তারপরেই আগামী দিনের জন্য হেড কোচ বাছাইয়ের প্রক্রিয়া চালু হয়ে যাবে।
মুম্বইয়ে সাংবাদিকদের জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, "রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই। আমরা শীঘ্রই জাতীয় দলের হেড কোচের জন্য আবেদন প্রক্রিয়া চালু করব। দ্রাবিড় যদি পুনরায় আবেদন করতে চান, করতে পারেন। আমরা আবেদনের শর্তাবলী ঠিক করে ফেলেছি। তারপর আমরা উপদেষ্টা কমিটির পরামর্শ মেনে সাপোর্ট স্টাফদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করব।"
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আয়োজিত হতে চলা বিশ্বকাপে ভারতীয় দল দুটো ব্যাচে ভাগ করে রওনা দেবে, সেটাই জানিয়েছেন জয় শাহ। যে সমস্ত ক্রিকেটারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না, তাঁরা আগাম ২৪ মে রওনা দেবেন। "দুটো গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে যাবে ভারতীয় দল। প্ৰথম গ্রুপ যাবে ২৪ মে। বাকিরা আইপিএল শেষ হলে রওনা দেবে।" সংযোজন করেছেন শাহ।
ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ সমাপ্ত হলেই বোর্ড সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে, সেখানেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম পর্যালোচনা করা হবে। চলতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম দারুণভাবে আলোচনায় উঠে এসেছে। অনেকের বক্তব্য, এই নিয়মে দলে অলরাউন্ডারদের ভূমিকা খর্ব হয়ে গিয়েছে। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে যাবেন শিভম দুবে। তবে সিএসকে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করায় বল করার সুযোগ-ই পাননি।
জয় শাহ জানিয়েছেন, এই নিয়ম চিরস্থায়ী নয়। এই সিজনে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু জরা হয়েছিল। সকলের সঙ্গে আলোচনা করে বিসিসিআই আগামী সিজনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। "ভারতীয় ক্রিকেটাররা যাতে আরও বেশি করে সুযোগ পান, সেইজন্যই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হয়েছিল। তবে এটা পরীক্ষামূলক স্তরে ছিল। ম্যাচে দুজন ভারতীয়কে সুযোগ দেওয়াই ছিল এই নিয়মের উদ্দেশ্য। আমরা ভারতীয় দলের অধিনায়ক, কোচ, প্লেয়ার, ফ্র্যাঞ্চাইজি সকলের সঙ্গে আলোচনা করব। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" বলেছেন বিসিসিআই সচিব।
এছাড়াও ভারতীয় বোর্ডের তরফে রিটেনশন নিয়মও পর্যালোচনা করা হবে। এদিকে, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার আভে কুরুভিল্লা ঘরোয়া ক্রিকেটে সংশোধনের কিছু পরামর্শ দিয়েছেন। যেই বিষয় বোর্ড কার্যকর করতে চলেছে।
এছাড়াও রঞ্জি ট্রফির সূচি বদল নিয়েও ভাবনা চিন্তা করতে চলেছে বোর্ড। শীতকালে রঞ্জি সিজন হওয়ায় বহু ম্যাচ কুয়াশার কারণে বাতিল হয়ে যায়। জয় শাহ জানিয়েছেন, "ঘরোয়া ক্রিকেটে সূচি বদল নিয়ে পরামর্শ এসেছে আমাদের কাছে। উত্তর ভারতে কুয়াশার কারণে ম্যাচ বাতিলের বিষয়টি বিবেচনা করে দেখা হবে।"