বিশ্বকাপের দলে বাদ পড়লেন অক্ষর! ধোনির দলের সুপারস্টার টিম ইন্ডিয়ায়

বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল শার্দূল ঠাকুরকে। বাইরে রাখা হল অক্ষর প্যাটেলকে।

বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল শার্দূল ঠাকুরকে। বাইরে রাখা হল অক্ষর প্যাটেলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে বড়সড় পরিবর্তন। ১৫ জনের স্কোয়াড থেকে অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে নেওয়া হলে শার্দূল ঠাকুরকে। আইপিএলে সিএসকে জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের পরে শার্দূলকে নিয়ে নিলেন নির্বাচকরা। এর আগে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে স্কোয়াডে রাখা হয়েছিল মুম্বইয়ের তারকাকে। তারপর বুধবার বড়সড় ঘোষণায় বোর্ড জানিয়ে দিল ১৫ জনের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে শার্দুলকে।

Advertisment

বোর্ডের তরফে আরও জানানো হয়েছে আবেশ খান, উমরান মালিক, হর্ষল প্যাটেল, লুকম্যান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কর্ণ শর্মা, শাহবাজ আহমেড এবং কৃষ্ণাপ্পা গৌতম দুবাইয়ে জাতীয় দলের বায়ো বাবলে যোগ দিয়েছেন। বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের প্রস্তুতিতে উঠতি এই তারকারা জাতীয় দলকে সাহায্য করবেন।

আরও পড়ুন: রাসেল নিয়ে KKR-এ বিরাট আপডেট! দিল্লি দখলে নাইট একাদশে কী কী চমক, জানুন

২৯ বছরের শার্দূল আইপিএলে বল হাতে দারুন ছন্দে রয়েছেন। ১৮ উইকেট তুলে দলকে ফাইনালে পৌঁছে দেওয়ার অন্যতম নায়ক তিনি। বোর্ড সচিব জয় শাহ সরকারি বিবৃতিতে জানিয়েছেন, শার্দূল ঠাকুরকে মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত করে নেওয়া হল। অক্ষর প্যাটেল শার্দূলের জায়গায় স্ট্যান্ড বাই হিসাবে বিশ্বকাপে থাকবেন।

Advertisment

অক্টোবরের ১৭ তারিখ থেকে টি২০ বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বের খেলা শুরু হচ্ছে। যোগ্যতাঅর্জন পর্বের পরে সুপার-১২ গ্রুপের খেলা। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির চার শহর- মাস্কট, দুবাই, শারজা এবং আবু ধাবিতে বিশ্বকাপের আসর বসছে। ভারতের দলে মেন্টর হিসাবে প্রথমবার যুক্ত হয়েছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি।

ভারতের ১৫ জনের স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষান, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কেএল রাহুল

স্ট্যান্ড বাই: অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার, দীপক চাহার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI ICC Cricket World Cup Indian Cricket Team