Advertisment

সূর্যকুমার অথবা শ্রেয়স, একজন বাদ পড়ছেন ODI-তে! প্রোটিয়াজ সিরিজে দলে একাধিক চমক

রোহিত শর্মা ফিট হলে নেতৃত্বের দায়িত্ব নেবেন। দলে ফেরানো হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকেও।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা ভালোই করেছে টিম ইন্ডিয়া। প্ৰথম দিনে ভারত স্কোরবোর্ডে ২৭২/৩ তুলেছে। সেঞ্চুরিয়ন টেস্টে কেএল রাহুলের শতরানের পাশাপাশি মায়াঙ্ক আগারওয়াল হাফসেঞ্চুরি করেছেন। অজিঙ্কা রাহানের ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ভারত গোটা সফরে তিনটে টেস্টের পাশাপাশি তিনটে একদিনের ম্যাচও খেলবে।

Advertisment

ভারতের টেস্ট স্কোয়াড বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। ওয়ানডে সিরিজের জন্য বোর্ড এখনও স্কোয়াড ঘোষণা করেনি। জানুয়ারির ১৯, ২১ এবং ২৫ তারিখে সিরিজের তিনটে ম্যাচ খেলবে। ভারত কেমন দল সাজাতে পারে সেই ওয়ানডে সিরিজে দেখে নেওয়া যাক-

ওপেনার: ফিট হয়ে রোহিত শর্মা ফিরছেন। জুটি বাঁধবেন দীর্ঘদিনের সতীর্থ শিখর ধাওয়ানের সঙ্গে। টি২০-তে জায়গা হারালেও ওয়ানডেতে এখনও কার্যকরী ভূমিকা নিতে পারেন। শ্রীলঙ্কা সফরে ধাওয়ান নেতৃত্বও দিয়েছিলেন।

আরও পড়ুন: নিলামের আগেই ধাক্কা! অবসর নিয়েই ভারত ছাড়লেন হায়দরাবাদের IPL চ্যাম্পিয়ন তারকা

এছাড়াও রুতুরাজ গায়কোয়াড আইপিএল এবং বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত খেলার জন্য জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। এমনটাই খবর। ডান হাতি তারকা ব্যাটসম্যান আইপিএলে ৬৩৫ রান করে কমলা টুপির মালিক হন। বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ম্যাচে চারটে শতরান সমেত গায়কোয়াড করে ফেলেছেন ৬০৩ রান।

মিডল অর্ডার: বিরাট কোহলি আগেই জানিয়েছেন, তিনি ওয়ানডে সিরিজে থাকছেন। তিন নম্বরে তিনিই থাকছেন। চার নম্বরে ব্যাট করার দাবিদার দুজন- শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। তবে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করলে দুজনকে হয়ত রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে একজনই সুযোগ পাবেন। এছাড়াও কেএল রাহুল থাকছেন মিডল অর্ডারে।

অলরাউন্ডার: রুতুরাজের মতই আইপিএলে নজর কাড়ার পরে ভেঙ্কটেশ আইয়ার ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ খেলছেন। বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ২৭ বছরের তারকা ৩৭৯ রান করার পাশাপাশি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। হাঁকিয়েছেন দুটো সেঞ্চুরি, একটা হাফসেঞ্চুরি।

নিয়মিত সদস্য হিসেবে শার্দূল ঠাকুর যেমন থাকছেন, তেমন অক্ষর প্যাটেলও দলে জায়গা পেতে পারেন।

বোলার: জসপ্রীত বুমরা পেস বিভাগে নেতৃত্ব দেবেন। এছাড়াও থাকবেন ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি। ব্যাক আপ পেসার হিসাবে রাখা হতে পারে হর্ষল প্যাটেল এবং দীপক চাহারকে। টেস্ট সিরিজেই ব্যাক আপ হিসেবে জাতীয় দলের সঙ্গে রয়েছেন চাহার।

আরও পড়ুন: কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে ভালই হয়েছে! বেফাঁস দাবিতে ফের তুলকালাম শাস্ত্রীর

এছাড়াও বড় চমক হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৭-র পরে ওয়ানডে না খেলা অশ্বিনকে ফেরানো হতে পারে ওয়ানডে সিরিজের জন্য। টি২০-তেও দারুণ খেলার পুরস্কার পাবেন তারকা স্পিনার। এমনটাই খবর ক্রিকবাজের প্রতিবেদনে। এছাড়াও থাকছেন যুজবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব/ শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rohit Sharma Ravichandran Ashwin South Africa Indian Cricket Team Indian Team
Advertisment