/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Bangladesh-India.jpg)
Bangladesh-India: বিশ্বকাপের পর ফের মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশের ক্রিকেট দল। (ছবি-টুইটার)
Jasprit Bumrah in India vs Bangladesh series: বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিতে পারে ভারত। এমনটাই মনে করা হচ্ছে। ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের বেশ কিছুদিন পর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া তিন টেস্টের সিরিজ খেলার পর জসপ্রিত বুমরাহ বিশ্রাম নেবেন বলে মনে করা হচ্ছে। পেস স্পিয়ারহেড বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের জন্যও বিশ্রামে থাকতে পারেন। সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্ট খেলবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা দলের পেস আক্রমণে আরও বৈচিত্র আনতে চাইছেন। তাই একজন বাঁ-হাতি সিমার এবং সুইং বোলারকে পেসারদের তালিকায় তাঁরা জুড়তে চান। এঁরা সম্ভবত দেশের টেস্ট ক্রিকেটে নতুন মুখ হতে চলেছেন।
এক্সপোজার এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নির্বাচকদের কাছে দুটি বিকল্প রয়েছে। এর মধ্যে রয়েছেন আরশদীপ সিং। তিনি টি২০ ফরম্যাটে নিয়মিত। এছাডা়ও আছেন ইনজুরি প্রবণ এবং কিছুটা অনিয়মিত খলিল আহমেদ। তবে, সামান্য সুযোগেই খলিল বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখেন।
বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছে, 'বুমরাহের ক্ষেত্রে, তিনি তার শরীরকে সবচেয়ে ভালো জানেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলতে চাইলে সেটা তাঁর ওপর নির্ভর করবে। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা খুব স্পষ্ট করে জানিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ১২০ শতাংশ ফিট জসপ্রিত বুমরাহকে প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের আগে, ভারতে নিউজিল্যান্ডের সফর। সেখানে পরীক্ষা দিয়ে নিজেকে ফিট প্রমাণ করার পর বুমরাহ খেলবেন বলেই মনে করা হচ্ছে।'
আরও পড়ুন- ধোনির জার্সি কি রোনাল্ডোর দেওয়ালে! গোটা বিশ্ব নড়ে গেল এক ছবি-ভিডিওতে, ফাঁস আসল রহস্য
আরশদীপের ক্ষেত্রে, লাল বলের ক্রিকেটে তাঁকে নামানোর ভাবনা রাহুল দ্রাবিড়েরও ছিল। সেই অনুযায়ী তাঁকে গত বছর কেন্টে পাঠানো হয়েছিল কিছু কাউন্টি খেলা খেলতে। আর, খলিল অনেক উন্নতমানের বোলার। কিন্তু, তাঁর মধ্যে অনিয়মিত হওয়ার প্রবণতা রয়েছে। বাঁ-হাতি পেসারের জন্য অন্য পছন্দ হলেন যশ দয়াল। তবে তিনি এই দৌড়ে খলিল এবং আরশদীপের পিছনে রয়েছেন।