Team India predicted playing XI against Bangladesh: ভারতীয় ক্রিকেট দল ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই টেস্ট সিরিজটি ভারতে অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে এতে খেলতে দেখা যাবে না। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই টেস্ট সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।
টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ শামির পক্ষে এই টেস্ট সিরিজে ফেরা কঠিন। শামি, তাঁর চোট সারিয়ে ক্রিজে ফিরতে চলেছেন। এই পরিস্থিতিতে তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই। এখন, বুমরাহ এবং শামি- এই দুই তারকা বোলার যদি বাংলাদেশের বিপক্ষে টিম ইন্ডিয়াতে না থাকেন, তাহলে ভারতীয় বোলিং লাইনআপ কেমন হবে, দেখে নেওয়া যাক।
টেস্ট দলে ফিরবেন হার্দিক পান্ডিয়া?
বাংলাদেশ দল ভারত সফরে আসবে এবং এখানকার কন্ডিশন স্পিনারদের সাহায্য করবে, এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া বাংলাদেশ দলের বিরুদ্ধে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে মাঠে নামবে। ভারতীয় দলে সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ফেরার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকেও টিম ইন্ডিয়ার একাদশে দেখা যেতে পারে। শামি ও বুমরাহের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া সমস্যায় পড়েছে। তাঁদের অভাব দূর করতে মহম্মদ সিরাজ ও আরশদীপ সিংকে নিয়ে মাঠে নামানো হতে পারে। আরশদীপ সিংকে এই সিরিজের জন্য বিবেচনা না করা হলে মুকেশ কুমার জায়গা পেতে পারেন প্রথম একাদশে।
বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজের মাধ্যমে টেস্ট দলে ফিরতে পারেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। হার্দিক পান্ডিয়াও এই সিরিজের মাধ্যমে টেস্ট দলে ফিরতে পারেন এবং যদি তিনি ফেরেন তবে তিনি অস্ট্রেলিয়ায় ভারতীয় একাদশের জন্য একটি বড় সম্পদ হয়ে উঠতে পারেন হার্দিক। তবে ম্যাচ চলাকালীন তিনি কতটা ফিট থাকবেন এবং কত ওভার বল করতে পারবেন তার উপরও তার ওপর ফিরে আসা নির্ভর করবে। হার্দিক পান্ডিয়া যদি টেস্ট দলে সুযোগ পান, তবে ভারতীয় প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন সিরাজ বা আরশদীপের মধ্যে একজন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ/আরশদীপ সিং।