Team India predicted playing XI against England: কোহলি ফিরছেন, দ্বিতীয় ওয়ানডেতে কেমন একাদশ সাজাচ্ছে টিম ইন্ডিয়া

India vs England 2nd ODI: নাগপুরে ওয়ানডে ম্যাচে হেরে গিয়েছে ইংল্যান্ড। কটকের বারাবতী স্টেডিয়ামের ম্যাচ তাই ইংরেজদের কাছে সিরিজে বেঁচে থাকার লড়াই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs England

IND vs ENG: দ্বিতীয় ওয়ানডেতে নামছে ভারত-ইংল্যান্ড (বিসিসিআই)

Team India predicted playing XI against England in Cuttack: ভারত নাগপুরে প্রথম ওডিআই ম্যাচে চার উইকেটে জয়লাভ করে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ইংল্যান্ডের জন্য, কাট্টাকের বরাবতী স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার জন্য জরুরি।

Advertisment

টি২০ সিরিজে যে সমস্যাগুলি ইংল্যান্ডকে ভুগিয়েছিল, সেই একই সমস্যা প্রকট হয়েছে প্ৰথম ওয়ানডেতেও। ব্যাটসম্যানরা ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে একদমই পারফর্ম করতে পারেননি। তাদের বোলিং আক্রমণে আদিল রশিদের সঙ্গে আরও একজন স্পেশালিস্ট স্পিনারের অভাব পরিলক্ষিত হয়েছে।

ভারতের জন্য আবার ইতিবাচক দিকও দেখা গিয়েছে নাগপুরের ওয়ানডে থেকে। বর্ডার-গাভাস্কার ট্রফিতে শোচনীয় পারফরম্যান্সের পর শুভমান গিলের ফর্ম ফিরে পেয়েছেন। রবীন্দ্র জাদেজাও বল হাতে নিখুঁত পারফরম্যান্স মেলে ধরেছেন। তবে রোহিত শর্মার ফর্ম এখনও চিন্তার কারণ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

Advertisment

ভারতের সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি ফিরছেন: তারকা ভারতীয় হাঁটুর চোটের কারণে প্রথম ম্যাচ মিস করেছিলেন। তিনি ফিরতে চলেছেন দ্বিতীয় ম্যাচে। সেক্ষেত্রে শ্রেয়স আইয়ার বাদ পড়বেন। তিনি আগের ম্যাচে হাফসেঞ্চুরি করলেও প্ৰথম একাদশে অটোমেটিক চয়েস ছিলেন না।

দুই লেফট-আর্ম স্পিনার রাখা হবে? ভারতের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরও রয়েছেন। প্ৰথম ম্যাচে জায়গা পাননি তিনি। তবে তারকা অফস্পিনার দলে জায়গা পেলে বাকি দুই অফ-স্পিনার- অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার সঙ্গে বোলিংয়ে বৈচিত্র্য আমদানি করতে পারেন। প্রথম ম্যাচে অক্ষরের ব্যাটিং পারফরম্যান্স-এর কারণে তাঁকে বাদ দেওয়া মুশকিল। যদিও জাদেজা এবং অক্ষর একই ধাঁচের বোলার। রোহিত এবং টিম ম্যানেজমেন্ট দুজনকে অবশ্য ভিন্নভাবে ব্যবহার করছেন।

ইংল্যান্ডের স্পিনার সংকট: ইংল্যান্ডের টি২০আই দলে রেহান আহমেদ ছিলেন, তবে ওডিআই সিরিজের জন্য লেগ-স্পিনারকে রাখা হয়নি। তাই ইংল্যান্ড চাইলেও অন্য কোনও স্পিনার বেছে নেওয়ার অপশন নেই। তাদের একমাত্র সম্ভাব্য পরিবর্তন হতে পারে ব্রাইডন কার্সের পরিবর্তে জেমি ওভারটনকে নেওয়া। কার্স টি২০ সিরিজে ভালো করেছিলেন, তবে প্রথম ওডিআইতে তিনি ব্যর্থ হয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, কে.এল. রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ

England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India Team India