Advertisment

IND Vs ENG 4th T20I Playing XI: রাজকোটে হারতেই প্ৰথম ১১-য় কোপ এই ভারতীয় তারকার! সেরা বদল ঘটিয়ে নামছেন সূর্যকুমাররা

India Vs England Playing 11 in Pune T20I: রাজকোটে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। মাঝের ওভারে স্লো ব্যাটিং ধসিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India against England

Team India against England: রাজকোটে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ভারতকে (বিসিসিআই)

India Vs England Playing 11 in Pune 4th T20I Match: রাজকোটে ভারতের টানা দুই ম্যাচের উইনিং কম্বিনেশন থেকে জোড়া বদল ঘটিয়েছিল টিম ইন্ডিয়া। ফলাফল ভাল হয়নি। ২৬ রানে তৃতীয় টি২০ জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছে ইংল্যান্ড।

Advertisment

সিরিজে ২-১'এ এগিয়ে থাকা অবস্থায় টিম ইন্ডিয়া আপাতত নিজেদের শক্তির কথা বিবেচনা করে পুনেতে আবার বেশ কিছু পরিবর্তন ঘটাতে পারে। এমসিএ স্টেডিয়ামের পিচে প্রথাগতভাবে সুবিধা পেয়ে থাকেন স্পিনার এবং পেসার দুই ধরণের বোলাররাই।

পুনের এমসিএ স্টেডিয়ামে কেমনভাবে দল সাজাতে পারে টিম ইন্ডিয়া, দেখে নেওয়া যাক-

ফিরছেন অর্শদীপ সিং

Advertisment

তৃতীয় টি২০-তে অর্শদীপকে বিশ্রাম দেওয়ার পর চতুর্থ ম্যাচে সম্ভবত ফেরানো হবে তারকা পেসারকে। আইসিসির টি২০ বর্ষসেরা তারকা হয়েছেন অর্শদীপ। পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার দক্ষতা তাঁর প্রশ্নাতীত। এমন অবস্থায় তাঁকে ফেরানো হবে পুনেতে।

শামিকে ধরে রাখা হবে প্ৰথম একাদশে

মহম্মদ শামি দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন রাজকোটে। কোনও উইকেট নিতে পারেননি। তবে গত বিশ্বকাপের ফর্মের ঝলক তিনি দেখিয়েছেন ইংসুইংগার করার সময়ে। ইংলিশ ব্যাটারদেরও তটস্থ লেগেছে তাঁর ইংসুইংগারের সামনে।

রামনদীপ সিংকে খেলানো হবে

বড় শট হাঁকানোর দক্ষতাতে রামনদীপ সিং আন্তর্জাতিক অভিষেকে নজর কেড়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কেকেআর এবার নিলামের আগে রিটেন করেছে অলরাউন্ডারকে। তবে সেভাবে নিয়মিত প্ৰথম একাদশে জায়গা পাচ্ছেন না তিনি। নীতিশ কুমার রেড্ডি চোট পাওয়ার পর তাঁকে চলতি সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পুনেতে পিচের কন্ডিশন বিবেচনা করে রামনদীপকে খেলানো হতে পারে ধ্রুব জুরেল অথবা ওয়াশিংটন সুন্দরের জায়গায়।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল/ রামনদীপ সিং, মহম্মদ শামি, রবি বিশ্নোই, অর্শদীপ সিং

England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment