Advertisment

Team India Zimbabwe tour: KKR জার্সিতে আগুন ছোটানো সেই তরুণ তুর্কিই এবার টিম ইন্ডিয়ায়! বিশ্বকাপের মাঝেই বিরাট আপডেট

India vs Zimbabwe t20I: বিশ্বকাপ পর্ব শেষ হলেই টিম ইন্ডিয়া যাবে জিম্বাবোয়ে সফরে। তবে সহজবোধ্য ভাবেই বিশ্বকাপের পর প্রায় গোটা স্কোয়াডকেই বিশ্রামে পাঠানো হবে। গম্ভীরের হাতে একদম নতুন এক স্কোয়াড তুলে দেওয়া হতে পারে। এমনটাই জানানো হচ্ছে সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমের রিপোর্টে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR, Team India

KKR-Indian Cricket Team: রিঙ্কু সিংয়ের পর জাতীয় দলে ডেকে নেওয়া হচ্ছে নাইটদের তরুণ তুর্কিকে (বিসিসিআই, আইপিএল)

Indian Squad on Zimbabwe tour: জাতীয় দলের কোচের পদে গৌতম গম্ভীর একদিন আগেই সাক্ষাৎকার দিয়েছেন বোর্ডের উপদেষ্টা কমিটির কাছে। তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন ডব্লিউ ভি রামন-ও। তবে পাল্লা ঝুঁকে গম্ভীরের দিকেই। গম্ভীরের হেড কোচ হওয়া একপ্রকার নিশ্চিত।

Advertisment

বিশ্বকাপ পর্ব শেষ হলেই টিম ইন্ডিয়া যাবে জিম্বাবোয়ে সফরে। তবে সহজবোধ্য ভাবেই বিশ্বকাপের পর প্রায় গোটা স্কোয়াডকেই বিশ্রামে পাঠানো হবে। গম্ভীরের হাতে একদম নতুন এক স্কোয়াড তুলে দেওয়া হতে পারে। এমনটাই জানানো হচ্ছে সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যমের রিপোর্টে। বলা হচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধে নতুন এই স্কোয়াড গড়া হবে মূলত আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে।

বর্তমানে একাধিক তরুণ তুর্কি বেঙ্গালুরুত এনসিএ-তে অনুশীলন করছেন। তাঁদের প্রায় প্রত্যেককেই জিম্বাবোয়ে সফরে রাখা হতে পারে। সম্ভাব্য সুযোগ-প্রার্থীদের তালিকায় রয়েছেন কেকেআরের হর্ষিত রানা, রাজস্থানের রিয়ান পরাগ, হায়দরাবাদের অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, লখনৌয়ের গতি-দানব মায়াঙ্ক যাদব, আরসিবির বিজয়কুমার বৈশখ, ইয়াশ দয়ালরা। এই সফরে একদম নতুনদের সঙ্গেই জুড়ে দেওয়া হবে টিম ইন্ডিয়া সেট আপে আগে থেকেই থাকা রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান, শুভমান গিলদের।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন জানাচ্ছে, বোর্ডের রোষানলে পড়ে আন্তর্জাতিক কেরিয়ারে প্রায় খতম হতে বসেছিল কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের। তবে গম্ভীর হেড কোচ হলে নতুনভাবে জাতীয় দলে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন তিনি।

কোহলি-রোহিতদের টি২০ ফরম্যাটের অবসর নিয়ে জল্পনা চলছে। বিশ্বকাপের পরেও দুজনে এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কিনা, তা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। তবে জিম্বাবোয়ে সফরে দুজন তো যাবেন না, সেই সঙ্গে বিশ্রাম দেওয়া হবে জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের মত টিম ইন্ডিয়ার প্রতিষ্ঠিত তারকাদের।

বলা হচ্ছে, কোহলি-রোহিত দুজনে টি২০ বিশ্বকাপের পরেই টি২০ থেকে অবসরের রাস্তায় না হাঁটলেও নিজেদের এই ফরম্যাট থেকে সরিয়ে নিতে পারেন দুজনে। দুজনের ফোকাস থাকবে ওয়ানডে এবং টেস্টে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে দুজনের কোমর বেঁধে নামবেন।

Indian Cricket Team BCCI Indian Team Cricket News
Advertisment