ভারত অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি হয়ে ব্যাট ধরলেন ক্রিকেট কিংবদন্তি সুনীল মনোহর গাভাসকার। বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি ২০২৪ সালে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এর আগে জানা গিয়েছিল যে, উভয় তারকা ব্যাটারই টি২০ বিশ্বকাপ খেলতে আগ্রহী। আর, এই ব্যাপারে তাঁরা বিসিসিআইকে জানিয়েছেনও।
তারপরও ভক্তদের একাংশের মনে সন্দেহ রয়েছে, বয়সজনিত কারণে এই দুই ক্রিকেটারকে আদৌ দ্রুতগতির টি২০ বিশ্বকাপে নেওয়া হবে কি না? যদিও দুই ব্যাটারই যথেষ্ট রান করছেন। আর, এখনও ভারতীয় দলের অন্যতম মেরুদণ্ড। এই পরিস্থিতিতে বিরাট ও রোহিতকে টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে নেওয়ার পক্ষে সওয়াল করলেন সুনীল গাভাসকার।
এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার মনে করেন যে বিরাট ও রোহিত শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও দারুণ। এখনও তাঁর সক্ষমতার কোনও ঘাটতি হয়নি। যা টি২০ ক্রিকেটে ভারতীয় দলের কাজে আসবে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'আমার যেটা ভালো লেগেছে, সেটা হল ওঁদের ফিল্ডিং ক্ষমতা। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দু'জনেই এখনও দুর্দান্ত ফিল্ডার এবং তাঁদের দক্ষতা মাঠে ভারতীয় দলকে দুর্দান্ত সাহায্য করবে।'
গাভাসকার এই প্রসঙ্গে বলেন, 'গত দেড় বছরে কোহলির ফর্ম অসামান্য। তিনি ২০২৩ একদিনের বিশ্বকাপে অসাধারণ খেলেছেন, তিনটি সেঞ্চুরি-সহ ৭৫০ রান করেছেন। তাই তাঁর সীমিত ওভারের ব্যাটিং নিয়ে কোনও সন্দেহই নেই।'
আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি২০ ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দল বাছাই করতে নির্বাচক কমিটি চলতি সপ্তাহে বৈঠক করবে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ ১১ জানুয়ারি শুরু হবে। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২৫ জানুয়ারি শুরু হবে। ভারতীয় দল জুনে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
এর মধ্যেই প্রকাশিত হয়েছে ২০২৪ বিশ্বকাপের সূচি। শুক্রবার নবম টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ২০২৪ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। এমনটাই রয়েছে সূচিতে। জুনে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে খেলবে। ফাইনাল হবে ২৯ জুন বার্বাডোজে। ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ হবে ৯ জুন নিউ ইয়র্কে।
একনজরে টি২০ বিশ্বকাপের গ্রুপ -
গ্রুপ এ: যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস