২০১৩-র চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ভারতের ঝুলিতে আর ঢোকেনি আইসিসি খেতাব। তা সত্ত্বেও দুর্বল দল হিসেবে ভারত যেন বিশ্বকাপে খেলতে না নামে। এমনই সতর্কবার্তা দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পোর্টস টক-কে দেওয়া সাক্ষাৎকারে 'প্রিন্স অফ ক্যালকাটা' বলে দিয়েছেন, "যে দেশে প্রতিভার ছড়াছড়ি সেই দল দুর্বল দল হিসেবে খেলতে নামা মেনে নেওয়া যায় না। এত প্রতিভা সম্পন্ন ক্রিকেটার রয়েছে যে অর্ধেকের বেশি সুযোগই পায়না। আমি চাইব কোচ রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট যেন একই টিম বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখে।"
মহারাজের আরও বক্তব্য, "কোনও মানসিক চাপ ছাড়াই বিশ্বকাপে খেলতে নামতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে যেতে হবে। ট্রফি জয় হল কিনা, সেটা গুরুত্বপূর্ণ নয়, প্রধান বিষয় হল নির্ভীক ক্রিকেট খেলা।"
২০১৩-য় চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত তিনটে ফাইনাল, চারটে সেমিফাইনাল খেলেছে সমস্ত ফরম্যাট মিলিয়ে। তবে নকআউট ম্যাচে ভারত বারবার বশ্যতা স্বীকার করে বসেছে।
গত বছর কুড়ি কুড়ি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে। ১৬ ওভারে ইংল্যান্ড ১৬৯ তুলে ম্যাচ বের করে নিয়েছে।
এমন অবস্থায় সৌরভের বক্তব্য ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় টিম ইন্ডিয়ার তারকাদের উচিত বাইরের জগতের চাপ থেকে নিজেদের যেন মুক্ত রাখে। যাতে পারফরম্যান্সের জন্য প্রত্যাশা চাপ না হয়ে দাঁড়ায় রোহিত-কোহলিদের কাছে।
৫০ বছরের সুপারস্টার কয়েক মাস আগেই বোর্ডের সভাপতি পদে মেয়াদ শেষ করেছেন। বিসিসিআইযে সৌরভের স্থলভিষিক্ত হয়েছেন রজার বিনি। বর্তমানে সূত্রের খবর দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর হতে চলেছেন।
সৌরভ জানিয়েছেন, "স্রেফ একটা ভূমিকা থেকে অন্য ভূমিকায় চলে যাওয়া। আমি নতুন দায়িত্ব নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ২০১৯ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যখন যুক্ত হই, দল তখন থেকেই দারুণ পারফরম্যান্স মেলে ধরছে। ঋষভ পন্থের অনুপস্থিতি দল মিস করবে। জাতীয় দলের সেরাদের অন্যতম ও। তবে ও ইনজুরির কবলে। আমাদের কিছুই করার নেই।"
Read the full article in ENGLISH