Rohit Sharma to be rested: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত ভারতের জন্য যাত্রা এখনও পর্যন্ত মসৃণই থেকেছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচের আগে, অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে টিম ইন্ডিয়া কিছুটা উদ্বিগ্ন। রবিবার পাকিস্তান ম্যাচে ইনিংসের প্রথম দিকে, রোহিতকে বাউন্ডারির দিকে বল চেজ করার সময় হ্যামস্ট্রিং নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। পরে, তিনি কিছু সময়ের জন্য মাঠ ছেড়েও চলে গিয়েছিলেন। সেই সময় নেতৃত্বের দায়িত্ব পালন করেন শুভমান গিল।
তবে রোহিত কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বাকি ম্যাচে দলকে নেতৃত্ব দেন। এরপর গিলের সাথে ওপেনিং ব্যাটিং করে ভারতের সফল রান তাড়ায় অবদান রেখেছিলেন। তবে, বুধবার দুই দিনের বিরতির পর ভারত যখন প্রশিক্ষণ নিচ্ছিল, রোহিতই একমাত্র ফ্রন্টলাইন ব্যাটসম্যান ছিলেন যিনি নেট অনুশীলনে অংশ নেননি।
মাঠে নয়, রোহিতকে ভিতরেই দেখতে পাওয়া যায়। পরে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং ফিজিওথেরাপিস্টের সঙ্গে রোহিতকে দেখা যায়। তিনি কিছু সময় জগিং করলেও, পুরো মাত্রায় নিজেকে চাপ দিচ্ছিলেন না। ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ এবং মাত্র এক দিনের ব্যবধানে সেমিফাইনাল ম্যাচ মঙ্গলবার হওয়ার কথা থাকায়, আগামী কয়েক দিনই নির্ধারণ করবে রোহিত রবিবার ম্যাচে মাঠে নামবেন কিনা।
দল ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ায়, তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতকে প্ৰথম একাদশে খেলিয়ে ঝুঁকিতে নেওয়ার পথে নাও হাঁটতে পারে। তবে আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচেও কড়া নজর ছিল টিম ইন্ডিয়ার। তিন ঘন্টার নেট সেশনের শেষে ভারত রুদ্ধশ্বাস ম্যাচে নজর রেখেছিল। ভারত এখনও জানেনা সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে।
সপ্তাহান্তের ম্যাচগুলোর পর তারা স্পষ্ট ধারণা পাওয়া যাবে তাদের প্রতিপক্ষ কে হবে। রোহিতের ফিটনেস নিয়ে চিন্তিত থাকায়, ভারত ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরকে ব্যাক-আপ হিসেবে বিবেচনা করছে। উভয় লেফ্ট-হ্যান্ডারই ব্যাপকভাবে ভালো মত অনুশীলন সেরেছেন। স্পিনার এবং পেসারদের অপারেটিং করা দুটি নেটের মধ্যে পর্যায়ক্রমে অনুশীলন করেছেন দুজনেই।
তবে যদি রোহিত সত্যিই ম্যাচে উপলব্ধ না থাকেন, তাহলে গিলের সাথে কে ওপেনিং করবে সেদিকে নজর থাকবে। কেএল রাহুলের এমনিতে ওপেন করতে পারেন। তবে নকআউটের আগে ভারত মিডল অর্ডারে অদলবদল ঘটিয়ে ছন্দে ব্যাঘাত ঘটাতে চাইবে, সেটাই আপাতত দেখার।