Advertisment

Sunil Chhetri retirement: আমার স্ত্রী কাঁদতে শুরু করেছে… টিম ইন্ডিয়াকে বিদায় জানিয়ে ঝড় তুলে দিলেন সুনীল ছেত্রী

Indian Football team captain Sunil Chhetri:

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Chhetri has called announced his Indian football team retirement.

ভারতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুনীল ছেত্রী। কুয়েতের বিপক্ষে খেলাই হবে তার শেষ ম্যাচ। (সুনীল ছেত্রীর মাধ্যমে স্ক্রিনগ্রাব)

Sunil Chhetri career: জাতীয় দল থেকে অবসর ঘোষণা করলেন অধিনায়ক সুনীল ছেত্রী। কিংবদন্তি জানিয়ে দিলেন, জাতীয় দলের জার্সিতে কুয়েত ম্যাচ-ই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন তিনি। বলে দিলেন, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে জুনের ৬ তারিখে সল্ট লেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষেই শেষবার নীল রঙা জার্সিতে নামবেন। ভারত গ্রুপে কাতারের পরে দ্বিতীয় স্থানে রয়েছে।

যখন ঠিক করলাম এটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে। পরিবারকে জানাই। বাবা স্বাভাবিক ছিলেন। ওঁকে ভীষণ স্বস্তিতে, খুশি মনে হচ্ছিল। অদ্ভুতভাবে এটা ছিল আমার স্ত্রী। ওঁকে বললাম, 'তুমি তো আমাকে বারবার অনুযোগ করো, যে এখনও অনেক ম্যাচ রয়েছে। কত চাপ নিতে হয়! তোমাকে বলতে চলেছি, দেশের জার্সিতে শেষবারের মত খেলতে চলেছি।' ওঁর চোখে কেন জল, বুঝতে পারছি না! এমন নয় যে আমি পরিশ্রান্ত। এমন নয় যে আমি এটা ওটা অনুভব করছি। যখন ইন্দ্রিয় আমাকে ইঙ্গিত দিল, এটাই শেষ ম্যাচ... অনেক ভাবলাম। শেষে এই সিদ্ধান্তই নিলাম।"

"আমি কি এতে দুঃখিত হব? অবশ্যই। প্রতিদিন কি এর জন্য অল্পস্বল্প দুঃখ হয়? হ্যাঁ।" সুনীল ছেত্রী এই ভিডিওয় আরও যোগ করেছেন, "কখনও কি মনে হয় আমি ট্রেন মিস করব, মাত্র ২০ দিনের অনুশীলন তো বাকি রয়েছে? হ্যাঁ। কারণ আমার ভিতরের শিশু দেশের হয়ে খেলার সুযোগ কখনও হারাতে চায় না।"

"সত্যি কথা বলতে আমি স্বপ্নের ঘোরে ছিলাম। দেশের হয়ে খেলার থেকে বড় কিছুই হতে পারে না। তাই শিশুটি লড়াই করে গিয়েছে অবিরত। তবে আমার মধ্যে পরিণত সত্তা বুঝতে পেরেছিল, এটা মোটেও সহজ নয়। প্রতিদিন জাতীয় দলের জার্সিতে অনুশীলন উপভোগ করি। আর চাপ অনুভব করি না। ম্যাচ নিজেদের পুরোটা দাবি করে। কুয়েতের বিরুদ্ধে আমাদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর জন্য তিন পয়েন্ট জরুরি। তবে অদ্ভুতভাবে কোনও চাপ অনুভব করছি না।"

"এখন আমি বিতর্কিত এক কথা বলতে চলেছি। মনে হয় না, আমাদের দেশে আমার থেকে কোনও ফুটবলার বেশি ভালবাসা, স্নেহ পেয়েছে। প্রত্যেকেই হায়েস্ট স্কোরারের কথা বলে। তবে যে বিষয় আমাকে বেশি প্যাম্পার করেছে তা এই সমর্থকদের ভালবাসা। দেশের জার্সিতে নতুন নয় নম্বর দেখার সময় এসে গিয়েছে।"

Sunil Chhetri Indian Football indian football team
Advertisment