Advertisment

এশিয়া কাপের জন্য দল ঘোষণা ভারতের! বিরাট-রোহিতদের সঙ্গেই একের পর এক তরুণ রক্ত জাতীয় দলে

এশিয়া কাপের দলে বড় আপডেট দিল ভারত

author-image
Subhasish Hazra
New Update
indian-team

সোমবার এশিয়া কাপের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। নতুন দিল্লিতে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার দুপুরে স্কোয়াড জানিয়ে দিলেন। ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকের পর আগারকার দল ঘোষণা করেন।

Advertisment

স্কোয়াড বাছাইয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাদের মত সিনিয়রদের সঙ্গে ঈশান কিষান, তিলক ভার্মাদের স্কোয়াডে নেওয়া হয়েছে। এছাড়াও কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের অন্তর্ভুক্তি ঘটেছে জাতীয় দলে। তিলক ভার্মা ওয়ানডেতে প্ৰথমবার সুযোগ পেলেন।

কেন তিলক ভার্মাকে নেওয়া হল স্কোয়াডে। আগারকার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, "ওয়েস্ট ইন্ডিজে ও আশা জাগিয়েছে। এশিয়া কাপে ও আরও খেলার সুযোগ পাবে। ওয়ার্ল্ড কাপে ১৭ জনের স্কোয়াড থাকবে। আমরা ১৫ জনের দল গড়লাম। শ্রেয়সকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। কেএল-এর হালকা ইনজুরি রয়েছে। সেই কারণেই সঞ্জুকে রাখা হয়েছে।"

ওয়েস্ট ইন্ডিজে অভিষেক সিরিজেই তিলক ভার্মা প্রভাবিত করেছেন। উঠতি তারকা নিখুঁত ব্যাটিংয়ে সম্ভ্রম আদায় করে নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য টেম্পারমেন্ট, টেকনিক্যাল বিষয়ে তিলক সকলকে মুগ্ধ করেছেন। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এমনকি নির্বাচক সন্দীপ পাতিল ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য তিলকের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন। ব্যাক আপ কিপার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।

হাইব্রিড মডেলে এশিয়া কাপ দুটো দেশে অনুষ্ঠিত হবে। পাকিস্তান নিজেদের দেশে চারটে ম্যাচ আয়োজন করবে। শ্রীলঙ্কার দায়িত্বে নয় ম্যাচ।

এশিয়া কাপের জন্য ভারতের পূর্ণাঙ্গ স্কোয়াড:
শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

BCCI Indian Cricket Team Rohit Sharma
Advertisment