শনিবার ভারত-পাক ম্যাচ চলাকালীনই টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড কার্যত চূড়ান্ত হয়ে গেল। বোর্ডের নির্বাচন কমিটি ঠিক করে ফেললেন ভারতের ১৫ সদস্যের স্কোয়াড। সেই স্কোয়াডে কেএল রাহুল জায়গা পেলেও বাদ পড়েছেন সঞ্জু স্যামসন।
নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকার শ্রীলঙ্কায় উড়ে গিয়ে ক্যাপ্টেন রোহিত এবং কোচ দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করার পর স্কোয়াড নির্ধারণ করে ফেলেন। প্ৰথম ইনিংসের পর শনিবার ভারত-পাক ম্যাচে আর খেলা হয়নি। বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার পরেই রোহিত-দ্রাবিড়-আগারকারের বৈঠক হয়। স্যামসনের সঙ্গেই শ্রীলঙ্কায় এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডে থাকা তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকেও বাদ দেওয়া হয়েছে।
দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। আর পাক ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং বিক্রম দেখানোর পর ঈশান কিষানও জায়গা করে নিয়েছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। রোহিত ছাড়াও শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ভারতের ব্যাটিং অর্ডার সামলানোর জন্য থাকবেন।
অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর জায়গা করে নিয়েছেন। টিম ম্যানেজমেন্ট ব্যাটিং গভীরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। বোলিংয়ে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা। কুলদীপ যাদবকেও স্কোয়াডে রাখা হয়েছে।
কেএল রাহুলের ফিটনেস নিয়েও নির্বাচক কমিটি টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করে। তবে টিম ইন্ডিয়ার তরফ থেকে সবুজ সঙ্কেতই দেওয়া হয়েছে। তারপরেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হয় তারকা ডানহাতিকে। বেঙ্গালুরুতে এনসিএ একাডেমিতে রাহুল নেটে দারুণ স্বচ্ছন্দ ছিলেন। জানা যাচ্ছে, এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিতে শীঘ্রই রাহুল শ্রীলঙ্কা রওনা দেবেন।
সেপ্টেম্বরের ৫ পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচনের ডেডলাইন দেওয়া হয়েছিল আইসিসির তরফে। বলা হয়েছিল, সেপ্টেম্বরের ৪ তারিখে নির্বাচন কমিটির বৈঠক হবে। তবে কেএল রাহুলের মেডিক্যাল ছাড়পত্র চলে আসার পর টিম ম্যানেজমেন্ট আর বিলম্ব করতে চায়নি।
প্ৰথম একাদশে রাহুলকে নিয়মিত দেখা যাবে। সম্ভবত কিপারের দায়িত্বও তাঁকে পালন করতে হবে। উরুতে অস্ত্রোপচারের পর সাড়ে তিনমাস ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।
কয়েক সপ্তাহ আগে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সাংবাদিক সম্মেলনে জানান, অনুশীলনের সময়ে হালকা চোট পেয়েছেন রাহুল। তাই ব্যাক আপ অপশন হিসাবে সঞ্জয় স্যামসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিট হয়ে দলেত উইকেটকিপারের ভূমিকাও পালন করতে পারবেন রাহুল, সেই বিষয়েও আশাবাদী ছিলেন আগারকার।
আগেই আগারকার ইঙ্গিত দিয়েছিলেন এশিয়া কাপের ১৮ জনের স্কোয়াড থেকেই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচন করা হবে। তাই এই স্কোয়াডে খুব বেশি বড় চমক যে থাকবে না, তা কার্যত ঠিক-ই হয়ে গিয়েছিল।