ভবিষ্যতে ভারতের সীমিত ওভারের ক্রিকেট কোন পথে এগোচ্ছে, তার বড়সড় ইঙ্গিত পাওয়া গেল মঙ্গলবার। চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি শেষবারের মত নির্বাচনী বৈঠকে যে দল ঘোষণা করলেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য তা বেশ ইঙ্গিতবাহী। হার্দিক পান্ডিয়াই ভারতীয় ক্রিকেটের মুখ হতে চলেছেন। ওয়ানডেতে ভাইস ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি টি২০-র নেতাও তিনি।
একইভাবে সঞ্জু স্যামসনকে ওয়ানডে থেকে বাইরে রাখা হলেও টি২০-তে নেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আগামী বছর একদিনের ওয়ার্ল্ড কাপে নির্বাচকদের ভাবনায় নেই সঞ্জু স্যামসন। ওয়ানডেতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে নেওয়া হয়েছে কেএল রাহুল এবং ঈশান কিষানকে।
তাৎপর্যপূর্ণভাবে সীমিত ওভারের দুই ফরম্যাটেই নেই ঋষভ পন্থ। বোর্ডের প্রেস বিবৃতিতে পন্থের চোট রয়েছে কিনা, নাকি বিশ্রামে, সেই সম্পর্কে স্পষ্ট কিছু উল্লেখ নেই। দিল্লির তারকা উইকেটকিপারকে এর আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছিল। বাদ দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকেও।
টি২০ স্কোয়াডে খোলনলচে বদল আনা হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের রাখা হয়নি টি২০ স্কোয়াডে। যদিও তিন তারকাই রয়েছেন ওয়ানডে সিরিজে। চোট পাওয়া দুই তারকা জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে বাইরেই রাখা হয়েছে। টি২০ বিশ্বকাপ বিপর্যয়ের পর টি২০ স্কোয়াডে খোলনলচে বদল আনার কথা বলা হয়েছিল। বলাবলি হচ্ছিল, টি২০ স্পেশ্যালিস্টরাই এই ফরম্যাটে জায়গা পাবেন। কোহলি-রোহিতদের মত বড়বড় নাম বাইরে রেখে সেই টেমপ্লেটই ফলো করলেন নির্বাচকরা।
সারপ্রাইজ হিসাবে হাজির হয়েছেন শিবম মাভি। জাতীয় দলে যিনি প্ৰথমবার ডাক পেলেন। মুম্বইয়ে জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি২০ সিরিজে জায়গা পেয়েছেন।
ওয়াশিংটন সুন্দর, জুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল তিনজনই রয়েছেন দুই স্কোয়াডে। কুলদীপ যাদব রয়েছেন ওয়ানডেতে। টি২০'তে ঘরোয়া ক্রিকেটে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স সত্ত্বেও জায়গা পাননি পৃথ্বী শ। নির্বাচকরা ঈশান কিষান, শুভমান গিলের সঙ্গে তৃতীয় ওপেনার হিসাবে আস্থা রেখেছেন রুতুরাজ গায়কোয়াডের ওপর। ভারতের টি২০'তে অন্যতম উদ্বেগের কারণ ছিল পাওয়ার প্লে-তে রক্ষণাত্মক ব্যাটিং। যার দাওয়াই হিসাবে ভাবা হচ্ছিল পৃথ্বী শয়ের ১৫১.৬৭ স্ট্রাইক রেট সমেত মারকাটারি ব্যাটিং। তবে তাঁকে ফের একবার উপেক্ষিত হতে হল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার) শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, জুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদীপ সিং
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ঈশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, জুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্শল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ