Advertisment

Deepak Hooda marrige: ৯ বছরের প্রতীক্ষার অবসান, ভালবাসা খুঁজে পেলেন টিম ইন্ডিয়া তারকা! লিখলেন, স্বপ্ন পূরণ হল

Deepak Hooda news: অবশেষে জীবনসঙ্গী খুঁজে পেলেন ধুন্ধুমার ব্যাটিং করা সুপারস্টার

author-image
IE Bangla Sports Desk
New Update
Deepak Hooda, Marriage, দীপক হুডা, ম্যারেজ

Deepak Hooda-Marriage: বিয়ের আসরে দীপক হুডা। (ছবি-ইনস্টাগ্রাম)

Deepak Hooda marrige: দীর্ঘ নয় বছর প্রেমের পর বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার দীপক হুডা। তাঁর বিয়ের ছবি শেয়ার করে, সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটার বার্তা দিয়েছেন, 'আমার স্বপ্ন এবার পূরণ হল।' আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড় দীপক ১৫ জুলাই বিয়ে করেছেন। আর, সেই ছবিই তিনি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Advertisment

দীপকের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, বিয়ের সময় তাঁর পরনে ছিল সাদা কুর্তা। মাথায় ছিল লাল রঙের পাগড়ি। আর, তাঁর স্ত্রী লালরঙের লেহঙ্গায় সেজেছিলেন। পাহাড়িদের মত নথ পরেছিলেন। এই ব্যাটারের শেয়ার করা একটা ছবিতে দেখা গিয়েছে, তিনি স্ত্রীর সামনে মাথা ঝুঁকিয়ে আছেন। আর, একটা ছবিতে দেখা গিয়েছে, পরস্পরকে জড়িয়ে ধরে উভয়ে উভয়ের দিকে তাকিয়ে আছেন।

দীপক তাঁর পোস্টে লিখেছেন, '৯ বছর অপেক্ষার পর প্রতিটি ক্ষণ, প্রতিটি স্বপ্ন, প্রতিটি কথা আমাদের এই সুন্দর দিনের কাছে পৌঁছে দিয়েছে।' আমাকে ক্ষমা করবেন, যদি আমরা একে অপরকে আরেকটু সময় দিই, আমাদের হৃদয় শুনবে এমন কোনও কাহিনি তৈরি করতে পারব। যেখানে আমরা হারিয়ে যেতে পারি। কারণ, আমরা একে অপরকে পেয়ে গিয়েছি।'

এর পাশাপাশি দীপক লিখেছেন, 'আমার ছোট পিতল হিমাচলি মেয়ে, আমাদের ঘরে তোমাকে স্বাগত। পরিবার আর বন্ধুদের সাক্ষী রেখে আমরা আমাদের জীবন শুরু করেছি। এখন সবাইকে অনেক ধন্যবাদ।'

আরও পড়ুন- জাতীয় দলে জায়গা পেতে করতে হবে কঠিন কাজ! হার্দিকের কেরিয়ার সঙ্কটে ফেলে বড় শর্ত গম্ভীরের

দীপকের এই পোস্টে অনেক ক্রিকেটার মন্তব্য করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় যুজবেন্দ্র চাহাল লিখেছেন, 'আপনাদের দু'জনকেই শুভেচ্ছা।' লখনউ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মন্তব্য করেছেন, 'আপনাদের দুজনেকই অনেক শুভেচ্ছা।' উমরান মালিক, মহম্মদ নবি ও খলিল আহমেদও দীপক হুডাকে বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে ভারতীয় দলের বাইরে থাকা দীপক এই ভাবেই যেন অন্য উপায়ে নিজের জীবন পরিপূর্ণ করে নিলেন।

marriage Team India Indian Team Cricket News Indian Cricket Team
Advertisment