scorecardresearch

নিখোঁজ বাবাকে খুঁজে পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার! দুশ্চিন্তা কমাল পুলিশ

অবশেষে খুশির খবর পেলেন জাতীয় দলের তারকা

নিখোঁজ বাবাকে খুঁজে পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার! দুশ্চিন্তা কমাল পুলিশ

স্মৃতিভ্রংশ রোগ রয়েছে বাবার। সোমবার সকালে পুনের কাঠরুদ এলাকা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত পুণে পুলিশ খুঁজে পেল তারকা ক্রিকেটার কেদার যাদবের বাবা মহাদেব যাদবকে। পুলিশ আধিকারিকদের তরফে বলা হয়েছে, মুন্দধায়া এলাকায় উদ্ধার করা হয়েছে মহাদেব যাদবকে।

বাবাকে ফিরে পেয়ে খুশিতে ভাসছেন কেদার যাদব নিজেও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, “সকলে প্রার্থনার জন্য ধন্যবাদ। সবসময়ের জন্য কৃতজ্ঞ থাকব।”

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত তারকা ছিলেন কেদার যাদব। দেশের হয়ে ৭৩ ওয়ানডে খেলে কেদার যাদব ১৩৮৯ রান করেছেন ৪২.০৯ গড়ে। হাঁকিয়েছেন দুটো সেঞ্চুরি, হাফডজন হাফসেঞ্চুরি। ওয়ানডেতে কেদার যাদবের সংগ্রহে রয়েছে ২৭টি উইকেটও। ৯টি টি২০ খেলে কেদার যাদব ৬ ইনিংসে ১২২ রান করেছেন একটি হাফসেঞ্চুরি সমেত।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Team india star kedar jadav found his lost father with help of police