Kuldeep Yadav news: টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য স্পিনার কুলদীপ যাদবের বিয়ের গুঞ্জনে জোর জল্পনা নেটদুনিয়ায়। সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে মন খুলে কথা বলেছেন কুলদীপ। বিশ্বকাপ জয়ের জেরে মুম্বইয়ে ক্রিকেটপ্রেমীদের থেকে বীরের সম্মান পাওয়ার একদিন পর কুলদীপ তাঁর নিজের শহর কানপুরে পৌঁছেন।
বিশ্বকাপজয়ী ভারতীয় খেলোয়াড়দের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই সংবর্ধনার আয়োজন করেছিল। সেই সংবর্ধনা নিতে আসার আগে মুম্বইয়ের মেরিন ড্রাইভে একটি খোলা বাসে চেপে শোভাযাত্রায় অংশ নেন টিম ইন্ডিয়ার সদস্যরা। দু'ধারে নেমেছিল অসংখ্য ক্রীড়াপ্রেমীর ঢল। কানপুরেও ইতিমধ্যে সংবর্ধনা পেয়েছেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ। শত শত ক্রিকেটপ্রেমী চ্যাম্পিয়ন টিমের সদস্য কুলদীপকে স্বাগত জানাতে জড় হয়েছিলেন। টি২০ বিশ্বকাপে ১০ উইকেট নেওয়া কুলদীপকে বরণ করে নিতে কানপুরবাসী আতশবাজি, ঢোল, গান-বাজনা কিছুরই বাদ রাখেনি।
এই বীর-বরণ প্রক্রিয়ার মধ্যেই কুলদীপ সংবাদমাধ্যমের কাছে তাঁর বিয়ের পরিকল্পনা খোলসা করেছেন। জানিয়েছেন, তিনি তিনি কোনও বলিউড অভিনেত্রীকে বিয়ে করছেন না। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কুলদীপ বলেছেন, 'আপনি হয়তো শীঘ্রই আমার বিয়ের সুসংবাদ পাবেন। কিন্তু, পাত্রী কোনও অভিনেত্রী নন, এটুকু বলতে পারি। কারণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি আমার এবং আমার পরিবারের যত্ন নিতে রাজি কি না!'
বিশ্বকাপ জয় নিয়ে প্রতিক্রিয়ায় কুলদীপ বলেছেন, 'আমরা খুব খুশি। আমরা দীর্ঘদিন ধরে এই জয়ের জন্য অপেক্ষায় ছিলাম। দেশে ফিরে আমাদের লোকদের দেখে খুব ভালো লাগছে। বিশ্বকাপ নিয়ে আসাটা দারুণ আনন্দের। এটা আমাদের দলের সদস্যদের চেয়েও ভারতের কাছে অনেক বেশি গর্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেও বেশ ভালো লাগলো।'
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকাদের বৈঠকের পর খেলোয়াড়রা মুম্বইয়ের পথে রওনা দেন। মুম্বইয়ে, মেন ইন ব্লু মেরিন ড্রাইভ থেকে আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত একটি হুডখোলা বাসে চেপে বিজয় কুচকাওয়াজ করেছেন। এই কুচকাওয়াজের সাক্ষী থাকতে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী মেরিন ড্রাইভে জড় হয়েছিলেন। তাঁরা বাসে থাকা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গেই হেঁটে শোভাযাত্রায় অংশ নেন।
আরও পড়ুন- নিয়ম ভেঙে সাংবাদিকের হাতে বিশ্বকাপ ট্রফি! বিশ্ব জয়ের পরেই বিতর্কে দগ্ধ টিম ইন্ডিয়া
এই বিপুল উন্মাদনা, উত্সাহী ভক্তদের উল্লাস, স্লোগান এবং করতালির মধ্যে বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার সদস্যরা ওয়াংখেড়ে পৌঁছন। ওয়াংখেড়েতে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্তারা ১২৫ কোটি টাকার পুরস্কার দিয়ে বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে সংবর্ধিত করেছে। খেলোয়াড়রা সেখানে তাঁদের জয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের সংবর্ধনা জানাতে দর্শকে পরিপূর্ণ ওয়াংখেড়ে খেলোয়াড়দের জয়ধ্বনি দিয়েছে। জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম'-এর সুরে সংবর্ধনা দেওয়া হয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারদের।