Mayank Agarwal admitted to hospital: কয়েক মাস আগেও টিম ইন্ডিয়ার জার্সিতে নিয়মিত ছিলেন তিনি। হঠাৎ করেই দুঃসংবাদের খবর ভেসে উঠল মঙ্গলবার। কর্ণাটকের ক্যাপ্টেন মায়াঙ্ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে ত্রিপুরার বিপক্ষে খেলতে হাজির ছিলেন গুয়াহাটিতে। সেই ম্যাচে জেতার পর দিল্লি যাচ্ছিলেন পরবর্তী ম্যাচের জন্য।
তবে তার আগেই বিপত্তি। ফ্লাইটেই গুরুতর অসুস্থ হওয়ায় তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হল তারকা ক্রিকেটারকে।
সংবাদসংস্থা পিটিআই-কে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার এক সূত্র জানিয়েছে, "জাতীয় দলে জায়গা হারানো মায়াঙ্ক নতুন দিল্লি গামী বিমানে অসুস্থ বোধ করায় আগরতলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অসুস্থতা বিশদে জানা যায়নি।"
আরও পড়ুন: রাহুল-জাদেজা নেই, দ্বিতীয় টেস্টেই জোড়া অভিষেক টিম ইন্ডিয়ায়! এবার বুঝবে ইংল্যান্ড
টাইমস নাও-য়ের প্রতিবেদনে আবার বলা হয়েছে, মুখ এবং গলায় জ্বালা-পোড়া অনুভব করছিলেন মায়াঙ্ক। দ্রুত তাঁকে গুয়াহাটির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, এক বোতল থেকে পানীয় গ্রহণ করেছিলেন ৩২ বছরের তারকা। সন্দেহ করা হচ্ছে, সেই বোতল থেকে তাঁর শরীরে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। বিমান থামিয়ে কর্ণাটকের টিম ম্যানেজার রমেশ হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হন।
জানা গিয়েছে, অসুস্থ বোধ করার পর ফ্লাইটেই বেশ কয়েকবার বমি করেন তিনি। তারপরেই সঙ্গেসঙ্গে বিমান থেকে নামিয়ে মায়াঙ্ককে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাঁর। আপাতত তারকা ক্রিকেটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল বলেও দাবি করা হয়েছে একাধিক জাতীয় স্তরের প্রচারমাধ্যমে।
২০১৮ থেকে জাতীয় দলের সদস্য মায়াঙ্ক। টেস্টে ওপেনার হিসাবে কয়েক মাস আগেও দলের অটোমেটিক চয়েস ছিলেন। অভিষেকে সিডনিতে ৭৬ করেন। অভিষেককারী কোনও ভারতীয়র অস্ট্রেলিয়ায় সেটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ২০১৯-এ ভারতের ওয়ানডে স্কোয়াডে তাঁকে রাখা হলেও ইনজুরিতে ছিটকে যান তিনি। ২০২২-এর জানুয়ারিতে মায়াঙ্ক শেষবার টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেছিলেন। তবে ধারাবাহিকতার অভাব এবং শুভমান গিলের দ্রুত উত্থানে জাতীয় দলের পুল থেকে ছিটকে যান তিনি। বতর্মানে রঞ্জিতে কর্ণাটকের অধিনায়ক তিনি। সবমিলিয়ে টিম ইন্ডিয়ার হয়ে ২১ টেস্টে ১৪৮৮ রান করেছেন কর্ণাটকি, ৪১.৩ গড়ে।