Mayank Agarwal admitted to hospital: ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলে সুরাত যাচ্ছিলেন কর্ণাটকের ক্যাপ্টেন মায়াঙ্ক আগারওয়াল। সেই সময়েই বিমানে জলপান করে অসুস্থ হয়ে পড়েন তারকা ক্রিকেটার। তড়িঘড়ি তাঁকে আগরতলার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে তারকা ক্রিকেটার ভর্তি হতেই তোলপাড় পড়ে যায় ভারতীয় ক্রিকেট। এর মধ্যেই মায়াঙ্ক পুলিশের কাছে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছেন।
বিমানে মায়াঙ্কের সিটের পাশে এক পাউচ ছিল। জল ভেবে তা পান করতেই শারীরিক সমস্যার মুখে পড়েন তিনি। বারবার বমি করতে থাকেন। গলা এবং বুক জ্বালাপোড়ায় অস্বস্তি শুরু হয় তাঁর। এরপরই বিমান থেকে তাঁকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে মায়াঙ্ক স্থিতিশীল রয়েছেন। বলা হচ্ছে, সেই পানীয় আসলে ট্রান্সপারেন্ট লিকুইড। তা পান করতেই সমস্যা শুরু হয়।
নিজের ম্যানেজারের মাধ্যমে মায়াঙ্ক পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশনে। গোটা ঘটনা তদন্ত করে দেখবে পুলিশ।
ত্রিপুরার স্বাস্থ্য সচিব কিরণ গিটটে জানিয়েছেন, "পুলিশের তরফে অভিযোগ দায়ের হয়েছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করব। ওঁর ম্যানেজার জানিয়েছে, আগামীকালই ওঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে। আগরতলায় ওঁর সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসার বন্দোবস্ত করা হবে।"
আগরতলার বেসরকারি হাসপাতালের তরফে ম্যানেজার মনোজ কুমার দেবনাথ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ক্রিকেটারের মুখে জ্বালাপোড়ার অনুভূতি হচ্ছিল। মুখের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছিল। ঠোঁট ফোলা ছিল। আপদকালীন বিভাগের চিকিৎসকদের পরামর্শে ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত উনি স্থিতিশীল। ওঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
ত্রিপুরাকে সোমবার-ই ২৮ রানে হারিয়েছে মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বাধীন কর্ণাটক। তারপর রাজ্য ক্রিকেট সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ও আপাতত বিপন্মুক্ত। আগরতলার হাসপাতালে ও পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকদের তরফে আপডেট মিললেই ওঁকে বেঙ্গালুরুতে উড়িয়ে আনা হবে।"
বিমান কর্তৃপক্ষের তরফেও প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এয়ারক্রাফটে আপদকালীন মেডিক্যাল পরিস্থিতির উদ্ভব হওয়ায় দ্রুত আগের বিমনাবন্দরে নিয়ে যাওয়া হয়। সমস্ত যাত্রীদের বের করে মেডিক্যাল সহায়তার জন্য হাসপাতালে সংশ্লিষ্ট যাত্রীকে নিয়ে যাওয়া হয়। এরপর বিমান পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় বিকাল ৪.২০ নাগাদ।
রঞ্জিতে রেলওয়েজের বিপক্ষে কর্ণাটক নামবে সুরাতে। তবে সেই ম্যাচে খেলবেন না ক্যাপ্টেন মায়াঙ্ক। দলের সহ অধিনায়ক নিকিন জোসে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।