Advertisment

Mohammed Shami excluded from Bengal Ranji Team: বড় ঝটকা শামির, বাদ বাংলা দলেও! চুরমার অস্ট্রেলিয়ায় খেলার স্বপ্ন

Mohammed Shami's absence from Bengal: বিশ্বকাপের পর থেকে মহম্মদ শামিকে আর দেখা যায়নি টিম ইন্ডিয়া জার্সিতে। চোট এবং তাঁর পরবর্তী রিকভারিতে বিলম্ব হয়েছে বারবার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammed Shami, মহম্মদ শামি,

Mohammed Shami: মহম্মদ শামির ক্রিকেটে ফিরতে বিলম্ব হবে আরও (টুইটার)

Mohammed Shami's absence from Bengal: প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে মহম্মদ শামির প্রত্যাবর্তন আরও পিছিয়ে যাচ্ছে। বেঙ্গালুরু এবং ইন্দোরে আগামী দুই রাউন্ডের রঞ্জি ম্যাচের জন্য বাংলার স্কোয়াডে জায়গা পাননি মহম্মদ শামি।

Advertisment

গত বছর নভেম্বরে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তারকা পেসারকে। এই সপ্তাহে রঞ্জি ট্রফির মাধ্যমেই ক্রিকেটে ফেরার কথা ছিল শামির। বর্ডার গাভাসকার ট্রফির জন্য বিবেচিত না হওয়া শামি ক্রিকেটে ফেরার জন্য পাখির চোখ করেছিলেন কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিপক্ষে আসন্ন দুই রাউন্ডের রঞ্জি ম্যাচেই।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, "কর্ণাটক, মধ্যপ্রদেশের বিপক্ষে ওঁকে পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। ও ভারতীয় দলের মূল্যবান সদস্য। অস্ট্রেলিয়া সফরে ওঁকে জাতীয় দলের প্রয়োজন।"

"সম্প্রতি ও জানিয়েছে অস্ট্রেলিয়ায় রওনা দেওয়ার আগে বাংলার হয়ে রঞ্জিতে খেলতে আগ্রহী ও। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে রঞ্জিতে ভালো পারফরম্যান্স ইতিবাচক বিষয় তুলে ধরবে। ইন্ডিয়া এবং ইন্ডিয়া এ দলের হয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সদস্য ব্যস্ত থাকায় ওঁর যোগদানে বাংলা দলও উপকৃত হবে।"

গত ফেব্রুয়ারিতে শামির লন্ডনে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় ভাবা হয়েছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলে নিজেকে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত করবেন। তবে আচমকা হাঁটু ফুলে যাওয়ার সেই সময় প্রত্যাবর্তনে বিলম্ব হয়।

রঞ্জি ট্রফির চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের জন্য বাংলা স্কোয়াড: অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, অ্যাভিলিন ঘোষ, শুভম দে, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রমাণিক, আমির গনি, অভিষেক পোরেল, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রোহিত কুমার, ঋষভ বিবেক

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Association Of Bengal Ranji Trophy Mohammed Shami Cricket News
Advertisment