Advertisment

Shami: ভারতীয় হিসাবে গর্বিত! সেনাবাহিনীকে কুর্নিশ করে পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিলেন মহম্মদ শামি

Team India Star: তিনি ভারতের টি২০ দলের নিয়মিত সদস্য নন। তবে দেখিয়েছেন যে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও সমানভাবে কার্যকর হতে পারেন। আইপিএল ২০২৩-এর সময়, শামি ২৮ উইকেট নিয়ে মরশুম শেষ করেছিলেন। পার্পল ক্যাপ জিতেছিলেন।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami। Team India

বিশ্বকাপের সময় মহম্মদ শামি (টুইটার)

Mohammed Shami: সোশ্যাল মিডিয়ায় একটা অসাধারণ পোস্ট করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। এই পোস্টে তাঁকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা গেল। জওয়ান বলাটা একটু ভুল হয়ে গেল। আসলে ভারতীয় দলের এই পেসারকে দেখা গিয়েছে সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে। যা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ, এর আগে মহেন্দ্র সিং ধোনিকে সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করতে দেখা গিয়েছে। টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদও পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ফলে, শামির ছবিতে জল্পনা আরও বেড়েছে।

Advertisment

মাস দুয়েক আগে একদিনের ক্রিকেট বিশ্বকাপে শামির দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়েছিল আপামর ক্রিকেটপ্রেমী। বিশ্বকাপে তিনি ২৪ উইকেট নিয়েছেন। ভারতকে ফাইনালে তুলেছেন। তারপর সম্প্রতি অর্জুন পুরস্কার পেয়েছেন এই তারকা। কিন্তু, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন শামি। গোড়ালিতে চোট পেয়েছেন। আর, তাই বিশ্বকাপের পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকেই তিনি দলের বাইরে। ইনজুরি থেকে সেরে উঠলেও ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে শামিকে দলে রাখা হয়নি। তারই মধ্যে এল শামির এই দুর্দান্ত পোস্ট। যার ক্যাপশনে এই পেসার লিখেছেন, 'আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। আমাদের সৈন্যদেরকে তাঁদের সম্মান, সাহস এবং প্রতিশ্রুতির জন্য স্যালুট।'

তবে, সেনার প্রতি সম্মান দেখালেও ক্রিকেট দুনিয়ায় চোট শামিকে খুবই ভোগাচ্ছে। তিনি ভারতের টি২০ দলের নিয়মিত সদস্য নন। তবে দেখিয়েছেন যে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও সমানভাবে কার্যকর হতে পারেন। আইপিএল ২০২৩-এর সময়, শামি ২৮ উইকেট নিয়ে মরশুম শেষ করেছিলেন। পার্পল ক্যাপ জিতেছিলেন। ওয়ানডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স তাঁকে টি২০ বিশ্বকাপে জায়গা ফিরিয়ে দিয়েছে। শামি ইতিমধ্যেই জানিয়েছেন তিনি টি২০ বিশ্বকাপ খেলতে চান। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান। কিন্তু, সেজন্য তাঁকে আসন্ন আইপিএলে খুব ভালো পারফরম্যান্স করতে হবে। কারণ, ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা চাইছেন আইপিএলের পারফরম্যান্স দেখেই টি২০-র জাতীয় দল গড়তে। সেকথা শামিও জানেন। তাই নিজেই জানিয়েছেন, তিনি আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করতে মরিয়া।

আরও পড়ুন- হার্দিক চলে যাওয়ায় গুজরাটের কোনও ক্ষতি নেই! সতীর্থকে ঠুসে দিয়ে বিস্ফোরক এবার শামি

এই ব্যাপারে শামি বলেছেন, 'টি২০ বিশ্বকাপের জন্য হাতে এখনও অনেক সময় আছে। তার আগে একটা আইপিএল আছে। যে ভালো খেলবে, তাঁকেই টি২০ বিশ্বকাপে নেওয়া উচিত। কম্বিনেশনের ভিত্তিতে দল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি ভালো পারফর্ম করি, তাহলে আমাকেও জাতীয় দলে নির্বাচিত করা উচিত। কে আর বিশ্বকাপ খেলতে চাইবে না?'

cricket Mohammed Shami Cricket World Cup
Advertisment