Advertisment

Mayank Yadav injury: বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন গতিতে! ৩ মাসের জন্য সেই তারকাই আর নেই, বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

Mayank Yadav injury: আইপিএলে অভিষেকের পরেই যেমন চোটের কবলে পড়েছিলেন, একই ঘটনা ঘটল বাংলাদেশ সিরিজে অভিষেকের পর। পিঠে ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN T20 World Cup Match Highlights:

IND vs BAN: বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের এক মুহূর্ত (টুইটার)

Mayank Yadav injury: আইপিএলে গতিময় অভিষেক। তারপর সরাসরি জাতীয় দলে। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেকেই গতির ঝড় তুলেছিলেন। তবে আচমকা ফের দুঃসংবাদ। ভারতের নতুন গতি তারকা মায়াঙ্ক যাদব তিন মাসের জন্য ছিটকে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

Advertisment

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া-জোড়া সফরের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ১৮ সদস্যের হোক বা দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের- কোনও স্কোয়াডেই জায়গা হয়নি নতুন পেস সেনসেশনের। এমনিতেই অস্ট্রেলিয়ার গতিময় বাউন্সি ট্র্যাকে মায়াঙ্ককে নামিয়ে দেওয়ার প্রলোভন ছিল টিম ইন্ডিয়ার সামনে। ব্রেট লি-র মত আইকনিক পেস তারকাও মায়াঙ্কের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছিলেন।

তবে দুই স্কোয়াডেই মায়াঙ্কের অনুপস্থিতির পরেই জানা যায়, তারকা পেসার ফের একবার ইনজুরিতে পড়েছেন। আইপিএলে ঝড় তোলা অভিষেকের মাত্র ৪ ম্যাচ পরেই ইনজুরির কবলে পড়েছিলেন তারকা। গোটা সিজন খেলতে পারেননি। সাইড স্ট্রেনের পর এবার মায়াঙ্ককে ক্রিকেট থেকে ছিটকে দিল পিঠের চোট।

টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার ট্রফির বিবেচনায় ভালোভাবেই ছিলেন স্পিডস্টার। তবে পিঠের চোট প্রকাশ্যে আসার পরই ফের একবার রিকভারিতে পাঠানো হয়েছে তারকাকে। বোর্ডের সূত্রে বলা হয়েছে, পিঠে মায়াঙ্কের সম্ভবত স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে।

রঞ্জির চতুর্থ অথবা পঞ্চম রাউন্ডের ম্যাচে মায়াঙ্ককে খেলানোর সম্ভবনা ছিল। তবে সেই পরিকল্পনা আপাতত বিশ বাও জলে। মায়াঙ্কের ব্যক্তিগত কোচ দেবেন্দ্র শর্মা জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের তরফে মায়াঙ্ককে কোনও প্রকার প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে অংশ নিতে নিষেধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে মায়াঙ্ককে পুনরায় জাতীয় দলে দেখা যেতে পারে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে।

Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Mayank Yadav Team India
Advertisment