Advertisment

করোনার শিকার টিম ইন্ডিয়ার এক সদস্য, অস্ট্রেলিয়া সফরের আগেই দুঃসংবাদ

অতিমারীর পর এটাই ভারতের প্রথম আন্তর্জাতিক সিরিজ। আইপিএল শেষ হলে বিশেষ চার্টার্ড বিমানে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল ও সাপোর্ট স্টাফরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের পরেই অস্ট্রেলিয়া সফর। দুবাই থেকে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগেই টিম ইন্ডিয়ায় দুঃসংবাদ আছড়ে পড়ল। করোনা আক্রান্ত টিম ইন্ডিয়ার এক সাপোর্ট স্টাফ। রবিবারই দুবাই উড়ে যাওয়ার কথা ছিল সেই সদস্যের। তবে এখন সেই ব্যক্তিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নেগেটিভ হওয়ার পরই সেই ব্যক্তি দুবাই যেতে পারবেন।

Advertisment

সেই ব্যক্তির নাম প্রকাশ না করলেও বোর্ডের এক সদস্য জানিয়েছেন, "সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফ মেম্বারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নেগেটিভ হলেই তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।"

আরো পড়ুন: বাবার মৃত্যুর শোকে কেকেআর বোলিংকে কচুকাটা মনদীপের, কেঁদে ফেললেন মাঠেই

টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ম্যানেজার গিরিশ ডংরে প্রত্যেকেই দুবাইযে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন দুই ক্রিকেটার চেতেশ্বর পূজারা এবং হনুমা বিহারীও। সেখান থেকেই অস্ট্রেলিয়া সফরের যাবতীয় পরিকল্পনা সারবেন তাঁরা।

অতিমারীর পর এটাই ভারতের প্রথম আন্তর্জাতিক সিরিজ। আইপিএল শেষ হলে বিশেষ চার্টার্ড বিমানে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল ও সাপোর্ট স্টাফরা। দু মাস লম্বা সফরে চারটে টেস্ট এবং তিনটে করে টি২০ ও একদিনের ম্যাচ খেলবে ভারত।

এর মধ্যে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার বোর্ডের কাছে জানতে চেয়েছেন সফরে স্ত্রী, পরিবারকে নেওয়া যাবে কিনা! যদিও বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জাতীয় দলে স্ত্রীদের সান্নিধ্যে রাখা নিয়ে সংশয় থাকলেও আইপিএলে অনেক তারকাই স্ত্রীদের সঙ্গে এনেছেন। ক্রিকেটারদের পরিবারের এই সদস্যরা ছয় দিনের কোয়ারেন্টাইন পর্ব পালন করে তবেই ক্রিকেটারদের সামনে আসার সুযোগ পাচ্ছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন নিয়ম নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে। যাতে সফর আয়োজন করা নিয়েই সংশয় তৈরি হয় একসময়। তবে ক্রিকেটাররা যেহেতু দুমাস বায়ো বাবলে থাকছেন, সেই জন্য ক্রিকেটাররা আশা করছেন পরিবারকে সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়া উড়ে যেতে পারবেন তাঁরা। কোনো সমস্যা ছাড়াই।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI
Advertisment