এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ নয়। জাতীয় দল থেকে সাত সপ্তাহের জন্য ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। গোড়ালিতে গ্রেড-২ টিয়ার রয়েছে সুপারস্টারের।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরেই স্ক্যান করা হয়েছিল তারকার। জোহানেসবার্গে তৃতীয় টি২০'র সময়েই গোড়ালি মচকে যায় তারকার। স্ক্যান করার পরেই বোঝা যায় সূর্যকুমারের পুরোপুরি ফিট হয়ে উঠবেন ফেব্রুয়ারির প্ৰথম সপ্তাহে। এই চোটের জন্যই সূর্যকুমার জানুয়ারির ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে খেলতে পারবেন না।
বোর্ডের সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, "ওঁর ফিট হয়ে উঠতে সময় লাগবে। কয়েকদিন পরে রিহ্যাব করার সময়ে ওঁকে রিপোর্ট করতে হবে এনসিএতে। আফগানিস্তান সিরিজে ও খেলতে পারবে না।"
জোহানেসবার্গে তৃতীয় টি২০'র সময় গোড়ালি মচকে যায় তারকার। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে বসেন তিনি। পরে সূর্যকুমার জানান, "আমি ভালো রয়েছি। হাঁটতেও পারছি।"
ওয়ার্ল্ড কাপের সময় হার্দিক পান্ডিয়ার বাংলাদেশ ম্যাচে নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বল বাঁচাতে গিয়ে পা মচকে যায়। পান্ডিয়ার অনুপস্থিতিতেই টিম ইন্ডিয়ার টি২০'তে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন সূর্যকুমার যাদব। হার্দিক এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খতম হওয়ার কিছুদিনের মধ্যেই আফগানিস্তান সিরিজ শুরু হয়ে যাবে। হার্দিক এর মধ্যেও ফিট না হয়ে উঠলে নতুন কোনও তারকাকে দেখা যাবে অধিনায়কত্বের দায়িত্বে।
বিশ্বকাপের আগে এটাই ছিল ভারতের শেষ টি২০ সিরিজ। সেই সিরিজে সূর্যকুমার খেলতে না পারলে টিম ইন্ডিয়ার প্রস্তুতি যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে, তা নিয়ে সন্দেহ নেই।