Team India in t20 World Cup: অলরাউন্ডার হিসেবে এবারের আইপিএলে তেমন দাগ না কাটলেও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলে নিতে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা নির্বাচকদের একাংশ। এজন্য তাঁরা 'টিনা' ফ্যাক্টরকে হাতিয়ার করতে চান। মু্ম্বই অধিনায়ক হার্দিক আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পেলে অম্বানিদের মুম্বই ফ্র্যাঞ্চাইজিরই নাক কাটা যাবে। তাই যে কোনওভাবে হার্দিককে জাতীয় দলে ঢোকাতে এই 'টিনা' ফ্যাক্টরেই জোর দিচ্ছেন নির্বাচকরা।
অম্বানিরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠ। বোর্ডের শীর্ষকর্তাও মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহর ছেলে জয় শাহ। পুতুল প্রেসিডেন্ট রজার বিনির এই বোর্ডে যাবতীয় ছড়ি জয় শাহই ঘোরান। সেই বিসিসিআই এবং জাতীয় নির্বাচনকরা স্বভাবতই হার্দিকের কোনও বিকল্প খুঁজে পাচ্ছেন না। যদিও চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবে এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু, নির্বাচকদের একাংশের যুক্তি শিবম মূলত ব্যাটার হিসেবে মন কেড়েছেন। আট ম্যাচে ২২টি ছক্কা আছে শিবমের।
শুধু তাই নয়, দুবে টি-২০ ফরম্যাটে ইতিমধ্যেই নিজেকে একজন দুর্দান্ত ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর উলটোদিকে পান্ডিয়া ইতিমধ্যেই মুম্বইয়ের হয়ে ১৭ ওভার বোলিং করেছেন। ব্যাটে স্ট্রাইক রেট ১৩২। ফিল্ডিংটা মাঝারি মানের। কিন্তু, তাতেও নির্বাচকদের একাংশের ধারণা, ১৫ জনের ভারতীয় স্কোয়াডে হার্দিক অপরিহার্য বা 'দেয়ার ইজ নো অলটারনেটিভ' সংক্ষেপে 'টিনা'। এবার আইপিএলের ১৭তম সংস্করণ। বিসিসিআই সচিব জয় শাহ, জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার টুর্নামেন্ট শুরুর আগে বলে দিয়েছিলেন, আইপিএলে কারা ভালো খেলছে, সেদিকে তাঁদের নজর থাকবে। কারণ, আইপিএল শেষ হতেই টি-২০ বিশ্বকাপ শুরু হবে। আইপিএলও টি-২০ ফরম্যাটের টুর্নামেন্ট।
কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে ১৪২ স্ট্রাইক রেটের শিবম দুবেকে বিশ্বকাপ স্কোয়াডে স্রেফ ব্যাটার হিসেবে ভাবা হচ্ছে। দুবে অবশ্য এবারের আইপিএলে খুব বেশি বোলিংয়ের সুযোগও পাননি। কারণ, চেন্নাইয়ের বোলার সংখ্যা যথেষ্ট। আর, আইপিএলে একেকজন বোলার চার ওভার করে বোলিংয়ের সুযোগ পান। তিনি আবার ব্যাটিংটা ভালো করে করবেন, হাজারো তারকার ভিড়ে সেটাও অনেক সময় সমস্যার হয়ে ওঠে।
বেশিরভাগ সময়ই দেখা যায়, ব্যাটিং করতে মাঠে নামারই সুযোগ পাননি। টিম বক্সে বসেই সময় কেটে গিয়েছে। ইতিমধ্যে সেই সব কারণে অভিযোগ উঠেছে, আইপিএল অলরাউন্ডারদের বধ্যভূমি। কিন্তু, সেখানে পান্ডিয়া ব্যতিক্রম। কারণ, পান্ডিয়া নিজে অধিনায়ক। কাকে বল দেবেন, আর কোথায় নিজে ব্যাটিং করবেন, সিদ্ধান্তটা দিনের শেষে তাঁরই।