আইপিএলে অধিনায়কত্ব হারাতে হয়েছে। তবে জাতীয় দলের হয়ে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন রোহিত গুরুনাথ শর্মা। সরকারিভাবে জাতীয় দলের তিন ফরম্যাটের নেতা তিনি। তবে গত টি২০ ওয়ার্ল্ড কাপের পর থেকে ছোট সংস্করণের ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি। তার অবর্তমানে টি২০ দলের নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। তবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষের পর ভারতের ফোকাস আপাতত টি২০ ওয়ার্ল্ড কাপে।
জুন জুলাইয়ে টি২০ বিশ্বকাপের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র-এ। সেই বিশ্বকাপের আগেই জল্পনা শুরু হয়েছিল, রোহিতকে রেখেই টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান হবে কিনা, তা নিয়ে।
সেই জল্পনার অবসান ঘটতে চলেছে অবশেষে। জানা যাচ্ছে, টি২০ ওয়ার্ল্ড কাপে হিটম্যানকে ক্যাপ্টেন করেই খেলবে ভারত। বিশ্বকাপে নামার আগে ভারত শেষ টি২০ সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই দলেরও নেতৃত্বে রাখা হচ্ছে রোহিতকে। ইনসাইড স্পোর্টস-এর এক প্রতিবেদনে এই খবর কনফার্ম করেছেন বোর্ডের এক কর্তা। তিনি জানিয়েছেন, "বোর্ডের সঙ্গে রোহিতের লম্বা আলোচনা হয়েছে। এবং রোহিত টি২০ দলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।"
জল্পনা চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরেই। যা সময় গড়ানোর সঙ্গেসঙ্গে কার্যত জাতীয় ইস্যু হয়ে উঠেছিল। ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপে ভারত রানার্স হওয়ার পরই খবর পাওয়া গিয়েছিল, ভারত রোহিত-কোহলিদের ছাড়াই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি২০ ওয়ার্ল্ড কাপ অভিযানে নামবে। গত টি২০ ওয়ার্ল্ড কাপের পর রোহিত-কোহলি একটাও আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি। এমনকি বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এসে টি২০ সিরিজে পাওয়া যায়নি হিটম্যানদের। দুই সিরিজেই চোট পাওয়া হার্দিকের জায়গায় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। এমন অবস্থায় রোহিত-কোহলির টি২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।
আপাতত বিশ্বকাপের আগে জানুয়ারিতেই আফগানিস্তানের বিপক্ষে ভারত মেগা ইভেন্টের প্রস্তুতি সেরে রাখবে ভারত। দলের কম্বিনেশন কী হবে, তা শেষবারের মত পরখ করে নেবে টিম ইন্ডিয়া। রোহিতকে সেই সিরিজের নেতা ঘোষণা করে ভারত নামলে সমস্ত জল্পনার অবসান ঘটবে পাকাপাকিভাবে।