/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/3-LEAD-9.jpg)
কিছুদিনের মধ্যেই নিরাপদ স্থানে টিম ইন্ডিয়া অনুশীলনে ফিরতে চলেছে। তবে যে সমস্ত ক্রিকেটাররা হাই রিস্ক জোনে রয়েছে, তাদের এখনই অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ নেই। সেই হিসাবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়াই ভারতীয় ক্রিকেট দল অনুশীলন শুরু করে দিতে পারে। এমনটাই জানিয়েছেন, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।
সংবাদ সংস্থা এএফপিকে তিনি জানিয়ে দিয়েছেন, "মুম্বইতে যেখানে কোহলি, রোহিত শর্মারা রয়েছেন, সেখানে এখনো নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবং তা চালু থাকতে পারে।"
এমনিতেই মহারাষ্ট্র এর অবস্থা ভীষণই খারাপ। কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রেই বেশি। এর মধ্যেই মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে শুধু মহারাষ্ট্রেই। নতুন কেসের সংখ্যাও দ্রুত বাড়ছে। বিরাট ও রোহিত যেখানে রয়েছেন সেই এলাকার দেশের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা।
View this post on InstagramPutting in the work is a way of life and not a requirement of profession. Choice is yours.
A post shared by Virat Kohli (@virat.kohli) on
জাতীয় দলের সমাজে যোগ দিতে না পারলেও কোহলি অবশ্য ব্যক্তিগত উদ্যোগেই নেমে পড়েছেন মাঠে। ব্যাট বল না নিয়ে স্কিল বেসড ট্রেনিং করতে দেখা গিয়েছে কোহলির বাড়ির কমপ্লেক্সেই। কোহলি নিজেই অনুশীলনে ফেরার ভিডিও পোস্ট করে লিখেছেন, "কাজে নিজেকে জড়িয়ে রাখা জীবনের একটা অংশ। এরজন্য পেশাদারিত্বের প্রয়োজন হয় না। এটা তোমার চয়েস।"
যাইহোক, এএফপির সেই রিপোর্টে জানানো হয়েছে, লকডাউনের নিষেধাজ্ঞা আরো শিথিল হলে বিসিসিআই ক্রিকেটারদের আউটডোর ট্রেনিংয়ে সবুজ সংকেত দিতে পারে।
অরুণ ধুমল জানিয়েছেন, করোনা পরবর্তী সময়ে অনুশীলনের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিকে ঢেলে সাজানো হচ্ছে। "লকডাউন বিধিনিষেধের কারণে এপস এবং অনলাইনে আমরা কাজ করে চলেছি। কোচ এবং সাপোর্ট স্টাফরা প্রতিনিয়ত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রত্যেকেই মাঠে নামতে তৈরি।"