Advertisment

Virat Kohli Ram Mandir invitation: টেস্টের প্রস্তুতির দরকার নেই! কোহলিকে রামের মন্দিরে পাঠিয়ে বিস্ফোরক বিতর্কে জয় শাহের বোর্ড

Ram Temple Pran Pratishtha Virat Kohli invitation: কোহলি এবং তাঁর অভিনেত্রী-স্ত্রী অনুষ্কা শর্মার মুম্বইয়ের বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসা হয়েছে। তার আগেই, ক্রিকেটে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ব্যাটিং কিংবদন্তি তেন্ডুলকারকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, BCCI, Ram Mandir, Ayodha

Virat Kohli Ram Mandir:রাম মন্দিরের জন্য বোর্ডের তরফে ছুটি পেয়ে গেলেন বিরাট কোহলি (টুইটার)

Ram Mandir inauguration 2024: বেঙ্গালুরুতে বুধবার তৃতীয় টি২০-র পরেই আফগানিস্তান সিরিজের যবনিকাপাত ঘটবে। তারপর টিম ইন্ডিয়া ব্যস্ত হয়ে পড়বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। ২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্ৰথম টেস্ট।

Advertisment

তবে টি২০ সিরিজের পর কোহলি (Virat Kohli) টেস্টের প্রস্তুতির মধ্যেই সময় করে ছুটি চেয়ে নিয়েছেন বোর্ডের (BCCI) তরফ থেকে। রামলালা দর্শনে যাবেন অযোধ্যায় (Ayodhya)। ২২ তারিখে মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠার (Pran Pratishtha) কারণে একাধিক সেলেব আমন্ত্রণ পেয়েছেন। কোহলি ছাড়াও অযোধ্যায় নিমন্ত্রণ পেয়েছেন শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মত মহারথীরা।

সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য কোহলি বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুর করেছে জয় শাহের বিসিসিআই।

সদ্যই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ১-১ ড্র করে এসেছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের পয়েন্ট তালিকায় ভালো পজিশনে থাকবে ভারত। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে কোহলিকে রাম মন্দির প্রতিষ্ঠার মত ধর্মীয় কারণে ছুটি দিয়ে বোর্ড কি ঠিক কাজ করল, প্রশ্ন উঠে গিয়েছে। তাছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে প্ৰথম টি২০-তেও কোহলি কন্যা ভামিকার জন্মদিনের জন্য ছুটি নিয়েছিলেন।

ঈশান কিষানকে ছুটি দেওয়া নিয়ে উত্তাল হয়ে গিয়েছে দেশের ক্রিকেট মহল। ছুটি নিয়ে দুবাইয়ে ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করায় টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছেন ঈশান কিষান।

বিরাট এবং ঈশান- একই যাত্রায় পৃথক ফল কেন, অনেকেই প্রশ্ন তুলেছেন।

যাইহোক, শুধু বিরুষ্কা নন। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় হাজির থাকছেন বিভিন্ন দুনিয়ার বহু বিশিষ্টজন। তাঁদের তালিকায় আছেন ক্রিকেট দুনিয়ারও অনেকে। মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, তালিকায় কে নেই? বিরাট কোহলি সেখানে নতুন সংযোজন ছাড়া অন্য কিছু নন।

রবিবারই দ্বিতীয় টি২০-তে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর, ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি, টি২০ বিশ্বকাপের কয়েক মাস আগে সবচেয়ে সংক্ষিপ্ত ক্রিকেট ফরম্যাটে ফিরে এসেছেন। সাম্প্রতিক ঘটনাবলি অনুসারে, কোহলি এবং তাঁর অভিনেত্রী-স্ত্রী অনুষ্কা শর্মার মুম্বইয়ের বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসা হয়েছে। তার আগেই, ক্রিকেটে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ব্যাটিং কিংবদন্তি তেন্ডুলকারকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ধোনিকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সহ-প্রদেশ সম্পাদক ধনঞ্জয় সিং। এই ব্যাপারে বিজেপি ঝাড়খণ্ড তার এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে লিখেছে, 'আজ, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী @bjpkarmveer জি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ-প্রদেশ কার্যনির্বাহী শ্রী ধনঞ্জয় সিং জি জেএসসিএ স্টেডিয়ামে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, ঝাড়খণ্ডের গর্ব শ্রী মহেন্দ্র সিং ধোনি জিকে অভিনন্দন জানিয়েছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে।'

আরও পড়ুন- জন্ম পাকিস্তানে, শাহরুখের প্রেমে দিওয়ানা ‘বাবা-মা’! ক্রিকেটে ইতিহাস আফগান রহমানের

এর আগে, ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর আমন্ত্রণ পাওয়ার বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। X-এ গম্ভীর লিখেছেন, 'বাবা (গৌতম গম্ভীরের) প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে শ্রদ্ধা জানানোর জন্য আমন্ত্রণ পেয়ে সম্মানিত হয়েছেন! জয় শ্রী রাম!' মঙ্গলবার অনুষ্ঠানের এক সপ্তাহ আগে অযোধ্যায় রাম লল্লার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বৈদিক আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। ২৩ জানুয়ারি থেকে মন্দিরটি সাধারণ মানুষের 'দর্শনের' জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন- এর লোভেই কেরিয়ার শেষ নাগিন তারকার! বাংলাদেশি ক্রিকেটারকে মনে রাখার মত শাস্তি ICC-র

এই ব্যাপারে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন, 'প্রাণপ্রতিষ্ঠা' দুপুর ১টার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী মোদী এবং অন্যরা অনুষ্ঠানের পর তাঁদের ভাবনা ব্যক্ত করবেন। ঐতিহ্য অনুযায়ী, নেপালের জনকপুর ও মিথিলা এলাকা থেকে ১,০০০টি ঝুড়িতে উপহার এসেছে। ২০ ও ২১ তারিখ, জনসাধারণের জন্য দর্শন বন্ধ থাকবে।'

cricket Maharastra Virat Kohli jharkhand MS DHONI Sachin Tendulkar uttar pradesh
Advertisment