Team India-T20 World Cup: জনসনের স্মরণে ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে। (ছবি সৌজন্যে- বিসিসিআই)
Team India wears black armband: আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বৃহস্পতিবার প্রয়াত ডেভিড জনসনের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। সুপার ৮-এ এই ম্যাচের আগেই অবশ্য প্রয়াত প্রাক্তন ভারতীয় পেসার ডেভিড জনসনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
Advertisment
প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্গালুরুতে তাঁর অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মারা গিয়েছেন। এই খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (পূর্বতন টুইটার)-এ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়ে দেয়, রোহিতবাহিনী প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জনসনের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। ভারতের জাতীয় দলের হয়ে জনসন দুটি টেস্ট খেলেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২। রেখে গিয়েছেন স্ত্রী ও দুই সন্তানকে।
Team India will wear black armbands today in memory of former Indian fast bowler David Johnson, who passed away on Thursday. pic.twitter.com/dhFiwjnWSs
ভারতীয় দলের পাশাপাশি, প্রাক্তন ক্রিকেটার জনসনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকারও। তিনি বলেছেন, 'জনসন কখনও মাঠে হাল ছাড়েননি।' একইসঙ্গে শচীন বলেন, 'প্রাক্তন সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মাঠে ওঁর মধ্যে একটা হাল না ছাড়া মনোভাব ছিল। ওঁর পরিবার ও নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাই।'
Advertisment
Deeply saddened by the passing of my former teammate, David Johnson. He was full of life and never gave up on the field. My thoughts are with his friends and family.
জনসনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীর ও অনিল কুম্বলেও। তাঁরা শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। কুম্বলে লিখেছেন, 'আমার ক্রিকেট সহকর্মী ডেভিড জনসনের মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বেনি, খুব তাড়াতাড়ি চলে গেল!'
১৯৯৬ সালে জনসনের টেস্ট অভিষেক হয়েছিল। তিনি ৩৯টি প্রথম শ্রেণির এবং ৩৩টি এ তালিকাভুক্ত ম্যাচ খেলেছেন। সংবাদ সংস্থাকে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ)-এর একজন কর্তা বলেছেন যে জনসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে, 'চিকিৎসকরা ওঁকে মৃত বলে ঘোষণা করেছেন।' পুলিশ জানিয়েছে, জনসনের পরে যাওয়ার ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। পরিবারের লোকজনও এই ঘটনায় কোনও সন্দেহভাজনের নাম জানাতে পারেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।