প্রয়াত হয়েছেন শচীন তেন্ডুলকরের কোচ রমাকান্ত আচরেকর। গত বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টায় মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই কোচ। শুধু শচীনই নন, বিনোদ কাম্বলিরও গুরু ছিলেন আচরেকর। দ্রোণাচার্যের প্রয়াণের খবর পেয়েই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন শচীন-কাম্বলি। বৃহস্পতিবার সিডনিতেও বিরাট কোহলি অ্যান্ড কোং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন আচরেকরকে। তাঁরা কালো আর্মব্যান্ড পরেই মাঠে নামেন।
As a mark of respect to the demise of Mr.Ramakant Achrekar, the team is wearing black arm bands today. #TeamIndia pic.twitter.com/LUJXXE38qr
— BCCI (@BCCI) January 2, 2019
আচরেকর মুম্বইয়ের শিবাজী পার্কে শচীনকে নিজে হাতে গড়েপিটে নিয়েছিলেন। আচরেকরের জন্য বিশ্বক্রিকেট পেয়েছিল বাইশ গজের ক্রিকেট ঈশ্বরকে। গুরুর প্রয়াণে শচীন টুইটারে লিখলেন, “আচরেকর স্যারের উপস্থিতিতে স্বর্গে সমৃদ্ধ হবে ক্রিকেট। ওনার অনেক ছাত্রের মতোই আমিও স্যারের অভিভাবকত্বে ক্রিকেটের এবিসিডি শিখেছি। আমার জীবনে ওনার অবদান শব্দে ব্যাখা করতে পারব না। আজ আমি যেখানে দাঁড়িয়ে তার ভিত্তিপ্রস্তরটা উনি গড়ে দিয়েছেন। গত মাসে আমি ওনার সঙ্গে দেখা করে সময় কাটিয়েছিলাম। ওনার কিছু ছাত্ররাও ছিল। পুরনো দিনের কথা মনে করে হাসাহাসিও করেছিলাম। আচরেকর স্যার আমাদের শিখিয়েছেন খেলার গুণ। সোজা ব্যাটে খেলার সঙ্গেই সোজা জীবনে চলতে বলেছিলেন। ধন্য়বাদ স্যার আমাদের আপনার জীবনের অঙ্গ করে তোলার জন্য়। আপনার কোচিংয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। দারুণ খেললেন স্যার। আপনি আরও কোচিং করুন।”
You’ll always be in our hearts. pic.twitter.com/0UIJemo5oM
— Sachin Tendulkar (@sachin_rt) January 2, 2019
আরও পড়ুন: সেদিন ব্য়াট হাতে রূপকথা লিখেছিল দুই কিশোর
বিনোদ কাম্বলি লিখলেন, "আমার ক্রিকেট কেরিয়ারের জন্ম রমাকান্ত আচরেকর স্যারের হাতে। আপনাকে মিস করব। শান্তিতে থাকুন। আচারেকর পরিবারের ওপর আমার সমবেদনা রইল।"
The person who gave birth to my cricketing career is You Ramakant Achrekar Sir, You will be missed. Rest in Peace. My Sincere condolences to the Achrekar family pic.twitter.com/8ML7jN0B8Z
— VINOD KAMBLI (@vinodkambli349) January 2, 2019
অজিত আগরকর জানিয়েছেন যে, তাঁর জীবনে ভীষণ স্পেশ্যাল মানুষ ছিলেন আচরেকর। তাঁকে সবের জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি।