লজ্জার হার হজম করতে হয়েছে একদিন আগে। অস্ট্রেলিয়ার কাছে ব্যাটে, বলে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়া। কোহলিও চাপে রয়েছেন। তাঁর প্রথম একাদশ বাছাইয়ের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। তবে ভারত দারুণভাবে কামব্যাক করবে, এমনই বিশ্বাস করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরি তিনি বিরাটের পাশে দাঁড়ানোরই বার্তা দিয়েছেন।
কোহলিদের তাতাতে বোর্ড সভাপতি বেছে নিলেন নিজের টুইটার অ্যাকাউন্ট। সেখানে লিখলেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই ওয়ানডে দারুণ হতে চলেছে। এই ভারতীয় টিম যথেষ্ট শক্তিশালী। আগের ম্যাচটা জাস্ট একটা খারাপ দিন ছিল। এর আগেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। দু-মরশুম আগে ০-২ এ পিছিয়ে থেকে কামব্যাক করেছিলাম আমরা। বিরাট কোহলিদের জন্য শুভকামনা রইল।"
দল নির্বাচন নিয়ে শুরু থেকে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। তিনজন ওপেনার। রানের মধ্যে রয়েছে তিনজনই। তাই তিনজনকেই প্রথম একাদশে রেখে দেওয়া হয়েছিল ওয়াংখেড়েতে। বিরাট কোহলির এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় এবার সোশ্য়াল মিডিয়ায়। শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা ওয়ান ডে-তে ওপেন করবেন, তা জানাই ছিল। তবে টি২০ ক্রিকেটে রানের মধ্যে থাকা লোকেশ রাহুলকেও প্রথম একাদশে রেখে দল গড়েছিলেন ক্যাপ্টেন। রাহুলকে তিননম্বরে নামিয়ে বিরাট নিজের ব্যাটিং পজিশনও বদলে ফেলেছিলেন।
চারনম্বরে ব্যাটিং করলেন কোহলি। ক্রিকেটমহলের মতই হচ্ছে, দলের সেরা ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার কোনওভাবেই পালটানো উচিত নয়। তবে দলের কথা ভেবেই ব্যাটিং অর্ডার বদলে ফেলেছিলেন কোহলি।
বিরাট পরে সাংবাদিকদের সামনে এসে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, "অতীতেও চারনম্বরে ব্যাটিং করা নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কেএল রাহুল যেভাবে ব্যাটিং করছে, সেইজন্য ওকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামানোর আলোচনা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত মনে হয়না ঠিকভাবে কাজে এসেছে। এই সিদ্ধান্ত আরও একবার পুনর্বিবেচনা করতে হবে।"