Advertisment

পাকিস্তান যাচ্ছে না ভারত! বোর্ডের মহা-বৈঠক সেরেই হুঙ্কার সচিব জয় শাহের

পাকিস্তানে এশিয়া কাপ খেলা নিয়ে বড় বার্তা জয় শাহের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আগামী বছর এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে এখন থেকেই পড়শি দেশের ওপর চাপ দিয়ে রাখল বিসিসিআই। বোর্ডের নতুন প্যানেল ঘোষণা হওয়ার দিনেই সচিব জয় শাহ জানিয়ে দিলেন, ভারত পাকিস্তানে খেলতে যাবে না। কোনও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হবে।

Advertisment

"পাকিস্তানের জন্য আমাদের রাষ্ট্রীয় নীতি রয়েছে। ওখানে খেলতে গেলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। এশিয়া কাপ আগামী বছর পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা। তবে এটা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।"

আরও পড়ুন: সৌরভের বিদায়ের দিনেই বোর্ডে ঠাঁই বাংলার তারকা প্রশাসকের! দেওয়া হল বিরাট দায়িত্ব

রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে শেষবার ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। যিনি বর্তমানে জাতীয় দলের হেড কোচ। ২০০৮-এ পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে যায়নি ভারত। চলতি বছরে দেশের টালমাটাল অবস্থার কারণে শ্রীলঙ্কা আয়োজক দেশ হিসেবে নিজেদের দেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি। তারপরে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় আমিরশাহিতে।

গত মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান দুই দলই দু-বার মুখোমুখি হয়েছিল। টি২০ ওয়ার্ল্ড কাপে ভারত-পাকিস্তান লড়াই অক্টোবরের ২৩ তারিখে। মেলবোর্ন দুই দলের ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী থাকবে। মেলবোর্নে দুই দেশের লড়াই দেখতে মাঠে হাজির থাকবেন ৯০ হাজারের বেশি দর্শক। এমনটাই অনুমান।

আরও পড়ুন: মমতার কথায় কান-ই দিল না জয় শাহের BCCI! সৌরভকে ছেঁটে ফেলে কড়া বার্তা বোর্ডের

দ্বিপাক্ষিক সিরিজে নয়, দুই দেশ আপাতত ক্রিকেট ময়দানে অবতীর্ণ হয় আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলেছে।

Asia Cup BCCI Indian Cricket Team
Advertisment