Advertisment

শিশু দিবসে মাতল ধোনি কন্যা থেকে ধাওয়ান পুত্র

ভারতীয় দলের স্টার ক্রিকেটারদের অনেকেই নিজের ছেলে বা মেয়ের সঙ্গে এই দিনটা ভাগ করে নিলেন। সোশ্যাল মিডিয়ায় খুদেদের ছবি আর ভিডিও দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
collage

শিশু দিবসে মাতল ধোনি কন্যা থেকে ধাওয়ান পুত্র (ছবি টুইটার)

আজ ১৪ নভেম্বর, ফি-বছর এই দিনটায় দেশ জুড়ে পালিত হয় শিশু দিবস। এদিনই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ‘চাচা নেহেরু’ নামেই অত্য়ন্ত পরিচিত ছিলেন তিনি। ছোটদের খুব ভালবাসতেন বলেই এই দিনটা শিশু দিবস হিসেবে বেছে নেওয়া হয় তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য়।

Advertisment

বুধবার ভারতীয় দলের স্টার ক্রিকেটারদের অনেকেই নিজের ছেলে বা মেয়ের সঙ্গে এই দিনটা ভাগ করে নিলেন। সোশ্যাল মিডিয়ায় খুদেদের ছবি আর ভিডিও দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনরা। ধোনি কন্যা জিভার গলায় শোনা গেল মালয়লম গান। অন্যদিকে শিখর ধাওয়ান অস্ট্রেলিয়াতে জোরাভরের সঙ্গেই যেন নিজেও শিশু হয়ে গেলেন। টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন শুটিংয়ের কিছু বাচ্চাদের সঙ্গে ছবি পোস্ট করলেন। চেতেশ্বর পূজারাও নিজের কন্যার সঙ্গে ছবি দিলেন ইনস্টাগ্রামে। হরভজন সিংও তাঁর মেয়ের একটি ভিডিও পোস্ট করে সকলকে এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও পড়ুন: টোয়েন্টি-টোয়েন্টি থেকে ধোনির বাদ পড়া নিয়ে মুখ খুললেন কোহলি

View this post on Instagram

Never let go of your inner child! Happy Children's Day ???????????? #happychildrensday #diltohbacchahaiji

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

View this post on Instagram

What children teach us everyday is to be pure and real, and remind us that love is always the answer! #ChildrensDay

A post shared by Cheteshwar Pujara (@cheteshwar_pujara) on

BCCI Virat Kohli MS DHONI
Advertisment