ভারতীয় ক্রিকেট মহলে ফের বড় সংবাদ। ভাদোদরা পুলিশের তরফে শনিবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ তুষার আরোঠেকে শহরের প্রতাপগঞ্জ এলাকায় তাঁর বাড়ি থেকে এক কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করার পরে মামলা করেছে।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে, পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) বলেছে, প্রাপ্ত নগদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আরোঠের তরফে "কোন সন্তোষজনক ব্যাখ্যা" মেলেনি। বিবৃতিতে বলা হয়েছে, এসওজি আরোঠে-র বাড়িতে অভিযান চালিয়ে ১.০১ কোটি টাকা বোঝাই "ধূসর ব্যাগ" খুঁজে পেয়েছে।
আরও পড়ুন- ‘বিলেতের মাঠে’ পঞ্চম টেস্টে নামছে ভারত-ইংল্যান্ড! ম্যাচে নামার আগেই কাঁপুনি ভারতীয়দের
এসওজি ইন্সপেক্টর ভিএস প্যাটেল বলেছেন, "ক্রিকেট গড়াপেটা এবং প্রতারণা মামলায় জড়িত থাকা আরোঠের ছেলে ঋষির অ্যাপার্টমেন্টে ক্যাশ বোঝাই ব্যাগগুলি পৌঁছেছে। " বিশ্বস্ত সূত্রে এমন খবর মেলার পরেই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। "বিক্রান্ত রাইপাটভার এবং অমিত জনিত নামে আরও দুই সহযোগীর সন্ধান মিলেছে। তাঁদের কাছেও ৩৮ লক্ষ টাকার নগদ পাওয়া গিয়েছে।... জিজ্ঞাসাবাদ করা হলে, আরোথে আবাস থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। এবং সেইজন্য, আমরা ওঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। সিআরপিসি ধারা ১০২ (সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা) এর অধীনে আরোঠে, রায়পাটভার এবং জনিতের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালু করা হয়েছে"। এমনটাই জানিয়েছেন প্যাটেল।
২০১৯-এর এপ্রিলে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে বরোদার একটি স্থানীয় ক্যাফে থেকে আরোঠে সহ ১৯ জনকে গ্রেপ্তার করে ভাদোদরা ক্রাইম ব্রাঞ্চ। প্রত্যেক অভিযুক্তই আপাতত জামিনে মুক্ত।
বরোদার প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে বেশ সুনাম রয়েছে আরোঠের। ভারতীয় মহিলা দল যখন ২০১৭-য় বিশ্বকাপের ফাইনালে পৌঁছয়, সেই সময় দলের হেড কোচ ছিলেন তিনি। পরবর্তীতে তাঁর মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল। কিন্তু আরোঠের মেয়াদ অকালে শেষ হয় জুলাই ২০১৮-য়। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে পরাজয়ের পর দলের মধ্যে মতবিরোধের রিপোর্ট দিয়ে তিনি পদত্যাগ করেন। তিনি ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফেরও অংশ ছিলেন।