ফ্লোরিডায় প্রথম দুই টি টোয়েন্টি জিতে সিরিজ দখল করে নিয়েছে ভারত। এমন অবস্থায় গায়ানায় কার্যত নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামছে ভারত। তৃতীয় টি টোয়েন্টিতে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং কোহলি। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য় একাদশ।
রোহিত শর্মাঃ বিশ্বকাপের ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিয়ে এসেছেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচেই ঝকঝকে ইনিংসে মন কেড়ে নিয়েছেন হিটম্যান। চলতি টুর্নামেন্টের সিরিজ সেরার অন্যতম দাবিদার তিনি। পাশাপাশি, তিনি দলের সহ অধিনায়ক। তাই রোহিতকে প্রথম একাদশে রাখা হচ্ছে।
শিখর ধাওয়ানঃ বিশ্বকাপের শুরুর দিকেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তারপর চোট সারিয়ে ফিরে এসেছেন তিনি। যদিও প্রথম দুই ম্য়াচেই ব্যর্থ হয়েছেন গব্বর, তবে আত্মবিশ্বাস ফেরানোর জন্য টিম ম্যানেজমেন্ট এখনও প্রথম একাদশের বাইরে রাখবেন না ধাওয়ানকে।
আরও পড়ুন কোহলিদের হেড কোচ বাছাই নিয়ে তুমুল ঝামেলা! তুলকালাম কাণ্ড সমুদ্র-শহরে
আম্পায়ারের সঙ্গে চরম দুর্ব্যবহার! তৃতীয় ম্যাচের আগেই শাস্তি তারকার
ভারতের নতুন ধোনি ইনি, ভাবছেন ঋষভ পন্থ! একদম ভুল
কেএল রাহুলঃ প্রথম দুই টি টোয়েন্টিতে সুযোগ পাননি। তবে ওয়ান ডে সিরিজের আগে ধাতস্থ হওয়ার জন্য লোকেশ রাহুলকে তৃতীয় টি টোয়েন্টির প্রথম একাদশে ঢোকানো হতে পারে।
বিরাট কোহলিঃ বিরাট কোহলি প্রথম দুই ম্যাচেই ভাল শুরু করে বড় স্কোরে তা রূপান্তরিত করতে পারেননি। রানের খিদে নিয়ে অপেক্ষায় থাকা কোহলি তৃতীয় টি টোয়েন্টিতে ঝলসে উঠতে পারেন।
শ্রেয়স আইয়ারঃ মণীশ পাণ্ডেকে বাইরে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে নেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। টি টোয়েন্টিতে বরাবরই দুর্ধর্ষ রেকর্ড শ্রেয়সের। সেই সঙ্গে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কও। আন্তর্জাতিক ক্রিকেটে এই সুযোগ তরুণ ক্রিকেটারের অভিজ্ঞতা নিঃসন্দেহে বাড়াবে।
ঋষভ পন্থঃ প্রথম দুই ম্যাচে রান পাননি। ব্যাপক সমালোচনাও ধেয়ে এসেছে ঋষভের দিকে। তবে ধোনি স্কোয়াডে নেই। এমন অবস্থায় ৪ নম্বর থেকে সরাসরি ঋষভকে ধোনির ৬ নম্বর পজিশনে খেলানো হতে পারে। সেক্ষেত্রে ফিনিশিংয়ের কাজটাও করতে পারেন কিনা তারকা, সেটাও দেখার।
রবীন্দ্র জাদেজাঃ জাদেজাকে রেখেই শেষ টি টোয়েন্টি খেলবে ভারত। স্পিন বোলিংয়ে কার্যকরী, দুর্ধর্ষ ফিল্ডার এবং লোয়ার অর্ডারে দারুণ ব্যাটসম্যান জাড্ডু।
রাহুল চাহারঃ রাহুল চাহারের অভিষেক ঘটতে পারে। ওয়াশিংটন সুন্দর আগের ম্যাচে সুযোগ পেয়েছেন। এবার চাহারকে খেলিয়ে দেখিয়ে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
নভদীপ সাইনিঃ দুর্ধর্ষ অভিষেক ঘটিয়েছেন ফ্লোরিডায়। টি টোয়েন্টিতে লং টার্মে ধরা হচ্ছে উঠতি পেসারকে। আগামী বছর বিশ্বকাপের আগে যথাসম্ভব সুযোগ দিতে চাইছে ভারতীয় দল।
ভুবনেশ্বর কুমারঃ ভুবনেশ্বর কুমার থাকছেন যথারীতি। ডেথ ওভারে ভয়ঙ্কর, নতুন বলেও কার্যকরী। বুমরার অনুপস্থিতিতে তিনিই ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন।
দীপক চাহারঃ ফ্ল্যামবয়েন্ট এই পেসার আজ প্রথম একাদশে খেলতে পারেন খলিল আহমেদের জায়গায়। নতুন বলে উইকেট তুলতে পারেন। আবার ডেথ ওভারে হার্ড হিটারের ভূমিকাও পালন করতে পারেন।