Advertisment

আসামের জন্য় মন কাঁদছে রোহিত-ধাওয়ানদের

ভয়ঙ্কর বন্য়ায় বিপর্যস্ত আসাম। বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্য়ার মুখে পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী রাজ্য়। অসমের পাশে দাঁড়ানোর জন্য় এবার আবেদন করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
team indias star cricketers appeal citizens to contribute for Assam flood relief:

আসামের জন্য় মন কাঁদছে রোহিত-ধাওয়ানদের

ভয়ঙ্কর বন্য়ায় বিপর্যস্ত আসাম। বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্য়ার মুখে পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী রাজ্য়। অসমের পাশে দাঁড়ানোর জন্য় এবার আবেদন করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না এবং হরভজন সিংরা সাহায্যের জন্য় আবেদন করেছেন। দেখে নিন তাঁরা টুইটারে কী বললেন!

Advertisment

আরও পড়ুন:  ভয়ঙ্কর বন্য়া আসামে, বেতনের অর্ধেকটাই দিয়ে দিলেন হিমা দাস

অসমের বন্য়ায় ৪৬ লক্ষ ২৮ হাজার মানুষ আক্রান্ত। মূতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। আসামের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে জানানো হয়েছে যে, ৪,১৭৫টি গ্রাম বন্য়ায় ভেসে গিয়েছে। ৯০,০০০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্থ। ১০ লক্ষ পশুও ক্ষতিগ্রস্থ হয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্য়ানের ৯০ শতাংশ জমি জলের তলায়।

Assam Rohit Sharma
Advertisment