/indian-express-bangla/media/media_files/2025/06/14/bpDPV1K5ZAl6r59A2Nks.jpg)
বাবর আজম এবং টেম্বা বাভুমা
WTC 2025 Final: লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) এবং অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচ চলছে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের টার্গেট পেয়েছিল। সেই রান তাড়া করতে নেমে প্রোটিয়া ব্রিগেড তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২১৩ রান করে ফেলেছে। দক্ষিণ আফ্রিকা যখন এই টার্গেট তাড়া করতে নেমেছিল, সেইসময় মাত্র ৭০ রানে জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর ব্যাট করতে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) এবং এইডেন মারক্রাম (Aiden Markram)। দুজনেই ঝড়ের গতিতে স্কোরবোর্ড সচল রাখেন। দক্ষিণ আফ্রিকা আপাতত শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমার ব্যাট থেকে দুর্দান্ত অর্ধশতরান দেখতে পাওয়া যায়। তবে তিনি ৩০ রান করতে না করতেই একটি বড় রেকর্ড কায়েম করে ফেলেন।
WTC Final 2025: দক্ষিণ আফ্রিকার উপর 'ঈশ্বরের আশীর্বাদ'! লর্ডসেই মুছে যাবে কলঙ্কের দাগ?
বাবর আজমের রেকর্ড হেলায় ভাঙলেন টেম্বা বাভুমা
গত এক বছর ধরে টেম্বা বাভুমা টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। এরমধ্যে গত ৯ ইনিংসে তিনি অধিনায়ক হিসেবে ৩০ প্লাস রান করতে সফল হয়েছেন। আর সেইসঙ্গে টেম্বা বাভুমা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সম্মান কার্যত ধুলোয় মিশিয়ে দিলেন। ২০২১ সাল থেকে ২২ পর্যন্ত বাবর আজম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টানা ৮ ইনিংসে ৩০ প্লাস রান করেছিলেন। এই তালিকায় বাভুমা আপাতত ইনজামাম উল হকের সঙ্গে সংযুক্তভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তবে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক টেড ডেক্সর। ১৯৬২ থেকে ৬৩ সালের মধ্যে তিনি টানা ১১ টেস্ট ইনিংসে ৩০ প্লাস রান করেছিলেন।
টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে লাগাতার সর্বাধিক ৩০ প্লাস রান করেছেন যে ব্যাটাররা -
- টেড ডেক্সর (ইংল্যান্ড) - ১১ বার (সাল ১৯৬২-৬৩)
- ইনজামাম উল হক (পাকিস্তান) - ৯ বার (সাল ২০০৫)
- টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা) - ৯ বার (সাল ২০২৪ থেকে এখনও পর্যন্ত)
- বাবর আজম (পাকিস্তান) - ৮ বার (সাল ২০২১-২২)
- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ৮ বার (সাল ২০১৬)
WTC Final 2025: এ কেমন উইকেট! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে জোর বিতর্ক
WTC ফাইনালে হাফসেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় অধিনায়ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টেম্বা বাভুমা দ্বিতীয় অধিনায়ক হিসেবে নাম লিখিয়ে ফেললেন, যিনি হাফসেঞ্চুরি হাঁকাতে সফল হয়েছে। ইতিপূর্বে এই কৃতিত্ব ২০২১ সালে গড়েছিলেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে আয়োজিত ফাইনাল ম্য়াচে অপরাজিত ৫২ রান করেছিলেন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত টেম্বা বাভুমা ৬৫ রান করেছেন।