India's T20 World Cup Squad Update: ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ১০ তারকার নাম চূড়ান্ত হয়ে গেল। প্রায় মাস দেড়েক পরে, জুনেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্যই ভারতীয় দলের ১০ তারকার নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে।
তবে, এখনও টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঠিক করা অনেকটাই বাকি। ওপেনার, দুই উইকেটরক্ষক, ব্যাক-আপ স্পিনার- এসব ঠিক করতে আইপিএল এবং সাম্প্রতিক সময়ে পাওয়ার হিটারদের পারফরম্যান্সের কথা মাথায় রাখছেন নির্বাচকরা। পাশাপাশি, মাথায় রাখা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়ার কথাও। এই সব বিষয়গুলোই চূড়ান্ত দল বাছাইয়ের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় হয়ে উঠতে পারে।
তারই মধ্যে ১০ জনের নামে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। এই খেলোয়াড়রা চলতি বছরের জুন মাসে আমেরিকাগামী বিমানে উঠতে চলেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার চান, হার্দিক পান্ডিয়া আরও বেশি করে বল করুন। অলরাউন্ডার হার্দিক যে বল করতে পারছেন, সেটা চলতি আইপিএলেই প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু, জাতীয় দলে স্থান পেতে গেলে তাঁকে এখনও আরেকটু পরিশ্রম করতে হবে বলেই মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিরাট কোহলি প্রথম দলে জায়গা পেতে চলেছেন। তিনি সম্ভবত রোহিত শর্মার সঙ্গেই ওপেন করবেন। এর ফলে, ভারতের পাওয়ার হিটারের সংখ্যা বাড়বে। কোহলির পারফরম্যান্স ইতিমধ্যেই তাঁকে ২০২৪-এর আইপিএলে ইয়েলো ক্যাপ এনে দিয়েছে। তাছাড়া গত কয়েক বছর ধরেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ওপেনও করছেন। ফলে, তাঁকে ওপেনার হিসেবে টি-২০ বিশ্বনামে নামানোয় কোনও সমস্যাও নেই।
আরও পড়ুন- ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম…. বাংলাদেশি সাংবাদিকের ভাইরাল ইংরেজি নিয়ে ঝড় তুললেন বাগান ফুটবলাররা
পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই বাছাই করা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা, এক নম্বর টি-২০ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, পেস স্পিয়ারহেড জসপ্রিত বুমরাহ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেটরক্ষক ঋষভ পন্থ, পেসার আরশদীপ সিং, মহম্মদ সিরাজ ও স্পিনার কুলদীপ যাদবকে। এই খেলোয়াড়রা যদি ফিটনেটের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তবেই তাঁদের প্রথম দলে রাখা হবে। এই ১০ জনের মধ্যে আবার নয় জনই চূড়ান্ত একাদশে থাকতে পারেন।