টেনিস বলের ক্রিকেটে ফুটবল-ক্যাচ! তোলপাড় ফেলা অবিশ্বাস্য ক্যাচে স্তম্ভিত শচীন- ভন, দেখুন ভিডিও

অবিশ্বাস্য ক্যাচ দেখে সকলেই হাঁ হয়ে গেল, দেখুন ভিডিও

টেনিস বলের ক্রিকেটে ফুটবল-ক্যাচ! তোলপাড় ফেলা অবিশ্বাস্য ক্যাচে স্তম্ভিত শচীন- ভন, দেখুন ভিডিও

ফুটবলার ক্রিকেটার হলে কী হবে, তার সাক্ষী থাকল ক্রিকেট মাঠ। চমকৃত হয়ে গেল গোটা ক্রিকেট দুনিয়া। নজর এড়াল না শচীন তেন্ডুলকর, নাসিম শাহ, মাইকেল ভনদের মত মত ক্রিকেট ব্যক্তিত্বদেরও।

রবিবার শচীন পোস্ট করতেই টনক নড়ে সকলের। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ব্যাটসম্যান মিড অন দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। মিড অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার প্রাথমিকভাবে ক্যাচ ধরেও নেন। তবে সঙ্গেসঙ্গেই তিনি বুঝতে পারেন তিনি বাউন্ডারি লাইনে প্রায় চলে এসেছেন। তবে তৎক্ষণাৎ অন্য উপায় বের করেন তিনি। বল হওয়ায় ভাসিয়ে দিয়ে বাউন্ডারি লাইনের ওপারে গিয়েই বাইসাইকেল কিক মেরে মাঠের ভিতরে পাঠিয়ে দেন। ভিতরে থাকা ফিল্ডার তারপর ক্যাচ ধরেন।

শচীন ভাইরাল ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, “যখন তুমি এমন কাউকে ক্রিকেট খেলতে নিয়ে এসো যে ফুটবলটাও বোঝে, তখন এরকম ঘটে।” মাইকেল ভন কমেন্টে লেখেন, “কোনও।সন্দেহ নেই, সর্বকালের সেরা ক্যাচ!” বর্তমান নিউজিল্যান্ডের জাতীয় দলের তারকা জিমি নিশামও সেই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর টুইট, “সিম্পলি দুর্ধর্ষ।”

অপেশাদার এই ম্যাচে এই দুর্ধর্ষ প্রচেষ্টা ক্যাচ হিসাবে গণ্য হলেও পেশাদারি ক্রিকেটে সম্ভবত এই ক্যাচ গণ্য হবে না। কারণ, বাইসাইকেল কিক মারার সময় প্লেয়ারের অন্য পা মাঠে স্পর্শ করেছিল। যদিও তাঁর কীর্তি এতে কিছুই কম হয় না।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Tennis ball cricket soccer like catch viral video sachin tendulkar michael vaughan watch

Next Story
অ্যাডভেঞ্চারের নেশায় মৃত্যুফাঁদ উপেক্ষা! সর্বোচ্চ সাত আগ্নেয়গিরি জয় ‘তরুণ তুর্কির’
Exit mobile version