Advertisment

থাইল্য়ান্ড ওপেন: সিন্ধু সরলেন, সাইনা এলেন

থাইল্য়ান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন পিভি সিন্ধু। দেশের প্রথমসারির শাটলার না-খেললেও অংশ নিচ্ছেন সাইনা নেহওয়াল। যদিও চোটের জন্য় ব্য়াক-টু-ব্য়াক ইন্দোনেশিয়া ও জাপান ওপেনে খেলেনিন সাইনা।

author-image
IE Bangla Web Desk
New Update
চিনা ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা

Saina Nehwal crashes out of China Open

থাইল্য়ান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন পিভি সিন্ধু। দেশের প্রথমসারির শাটলার না-খেললেও অংশ নিচ্ছেন সাইনা নেহওয়াল। যদিও চোটের জন্য় ব্য়াক-টু-ব্য়াক ইন্দোনেশিয়া ও জাপান ওপেনে খেলেনিন সাইনা। কিন্তু এই দুই টুর্নামেন্টেই সিন্ধু খেলেন। কিন্তু দু'বারই আকানে ইয়ামাগুচির কাছে হারতে হয়েছে গোপীচাঁদের অলিম্পিক রুপো জয়ী শিষ্য়াকে। তবে সিন্ধু ঠিক কী কারণে নাম প্রত্য়াহার করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisment

 

চলতি বছর কিন্তু ভাল ফর্মেই ছিলেন সাইনা। মরসুমের শুরুতে ছন্দে দেখাচ্ছিল তাঁকে।  একমাত্র তিনিই খেতাব জিতেছেন। দেখতে গেলে দেশের বাকি তারকা ব্য়াডমিন্টন খেলোয়াড়দের মধ্য়ে বি সাই প্রনীথ ও কিদাম্বি শ্রীকান্ত সুইস ওপেন ও ইন্ডিয়া ওপেনের ফাইনালে উঠেও হেরেছেন। অন্য়দিকে সিন্ধুও গত সপ্তাহে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে হারেন।

আরও পড়ুন: জাপান ওপেন থেকে শেষ মুহূর্তে নাম প্রত্য়াহার সাইনার

সাইনা গ্য়াসট্রোএনট্রাইটিসি ও প্য়াংক্রিয়াটাইটিসিরে সমস্য়ায় ভুগছিলেন। যার প্রভাব পড়ে অল ইংল্যান্ড চ্য়াম্পিয়নশিপে। সেখান থেকে সুস্থ হয়ে ওঠার পর গত এপ্রিলে ফের একবার তাঁকে ফিটনেস নিয়ে বিপাকে পড়তে হয়। ইন্দোনেশিয়া ওপেনে রান-আপের সমস্য়া ভোগায় তাঁকে। অতীতে এই টুর্নামেন্টে তিনবার জিতেছেন তিনি। ২৯ বছরের হায়দরাবাদি শিন, গোড়ালি, কোমর ও কব্জির চোটেই বছরের গুরুত্বপূর্ণ সময় প্র্যাকটিস থেকে দূরে থাকেন। সাইনা থাইল্য়ান্ডে খেলেই আসন্ন  ব্য়াডমিন্টন বিশ্ব চ্য়াম্পিয়নশিপের নেট প্র্য়াকটিস সেরে নিতে চাইবেন।

Badminton Saina Nehwal
Advertisment