'মেন্টর' মালিঙ্গাকে বুমরার বিশেষ বার্তা, হৃদয় কেড়ে নিলেন বিশ্বের এক নম্বর

বর্ণাঢ্য় ওয়ান-ডে কেরিয়ারের ইতি টানলেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্য়াচ খেলেই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে গুডবাই বললেন 'টো-ক্রাশার'।

বর্ণাঢ্য় ওয়ান-ডে কেরিয়ারের ইতি টানলেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্য়াচ খেলেই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে গুডবাই বললেন 'টো-ক্রাশার'।

author-image
IE Bangla Web Desk
New Update
'Thank you for everything,' Jasprit Bumrah to 'mentor' Lasith Malinga after yorker king's ODI retirement

'মেন্টর' মালিঙ্গাকে বুমরার বিশেষ বার্তা, হৃদয় কেড়ে নিলেন বিশ্বের এক নম্বর

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে বর্ণাঢ্য় ওয়ান-ডে কেরিয়ারের ইতি টানলেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্য়াচ খেলেই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে গুডবাই বললেন 'টো-ক্রাশার'। ২২৬টি ওয়ানডে ম্য়াচ খেলে ৩৩৮ উইকেট নিয়ে থামলেন স্লিঙ্গা। এবার থেকে শুধুই কুড়ি ওভারের ক্রিকেটেই দেখা যাবে উপমহাদেশের সর্বকালের অন্য়তম ভয়ঙ্কর বোলারকে। আগামী বছর টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

Advertisment

মালিঙ্গা জীবনের শেষ ওয়ান-ডে ম্য়াচেও ছাপ রেখেছেন। ৯.৪ ওভার বল করে দু'টি মেডেনের সঙ্গেই ৩৮ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য় সরকার শিকার হন মালিঙ্গার। ক্লিন বোল্ড হয়ে যান তাঁরা। মুস্তাফিজুর রহমানকেও ফেরান মালিঙ্গা। শ্রীলঙ্কার ৩১৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২২৩ রানে অলআউট হয়ে যায়। ৯১ রানে জিতেই শ্রীলঙ্কা তিন ম্য়াচের সিরিজে ১-০ এগিয়ে যায়। ইয়র্কার কিং মালিঙ্গার কাছে অনেক বোলারই টিপস নিয়ে সাফল্য় পেয়েছেন। কিন্তু মালিঙ্গার মেন্টরশিপেই নিজেকে আরও ধারালো করেছেন বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা।

আরও পড়ুন: ৬৩ বলে অপরাজিত ১৩৩, ভেঙে চুরমার টোয়েন্টি-টোয়েন্টির একাধিক রেকর্ড

Advertisment

 

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন ড্রেসিংরুম শেয়ার করেছেন তাঁরা। আইপিএল টুয়েলভেও ডেথ ওভারে বুমরা-মালিঙ্গার জুটি বিপক্ষের ঘুম উড়িয়ে দিয়েছিল।  রোহিত শর্মার ক্য়াপ্টেনসিতে মুম্বই চতুর্থবারের জন্য় আইপিএল ট্রফি স্পর্শ করেছে এবার। মালিঙ্গার কেরিয়ারের শেষ ওয়ান-ডে ম্য়াচেও চোখ রেখেছিলেন বুমরা। মেন্টরকে ধন্য়বাদ জানিয়েই টুইট করেছেন স্লোয়ার বলেন সম্রাট। বুমরা লিখেছেন, "ক্লাসিক মালি স্পেল। তুমি ক্রিকেটের জন্য় যা করেছ তার জন্য় অনেক ধন্য়বাদ। তুমি বরাবর আমার অনুপ্রেরণা ছিলে, ভবিষ্য়তেও থাকবে।"

cricket Bangladesh Sri Lanka