/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mix-6.jpg)
সামনেই বিশ্বকাপ, লিঙ্গ বৈষম্য নিয়ে জার্মান মেয়েদের তোপ, দুলে গেল নেট দুনিয়া (ছবি-টুইটার)
আর ৯ দিন পরেই ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ। রীতিমতো উত্তেজনায় ফুটছে বাইশ গজ। এক অন্য পর্যায়ের উন্মাদনা। অথচ ৭ জুন থেকে যে. ফ্রান্সে মহিলাদের ফুটবল বিশ্বকাপ শুরু সে ব্যাপারে সম্ভবত খবর নেই অনেকের কাছেই। অথচ পুরুষদের ফুটবল বিশ্বকাপ হলে এই দৃশ্যটাই পুরোপুরি বদলে যেত। শুরু হয়ে যেত আরাধনা।
খেলায় পুরুষ-নারীর বিভেদ ভীষণভাবেই প্রকট। আর সেই ইস্যুতেই মুখ খুলল জার্মানির মহিলা ফুটবল দল। এক কথায় সজোরে আঘাত হানল তাঁরা এই সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। সম্প্রতি জার্মান মহিলা টিমের একটি প্রাক বিশ্বকাপ প্রোমো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। যেটা মূলত কমার্জ ব্যাংকের অ্যাড ক্য়াম্পেন। এই ব্যাংকই তাদের পার্টনার।
জার্মানির মেয়েরা ভিডিও-তে বলছেন, তাঁরা যবে থেকে শুরু করেছিলেন খেলা তবে থেকেই তাঁরা বিপক্ষের সঙ্গে লড়েননি। তাঁদের লড়াই ছিল কুসংস্কারের বিরুদ্ধে। জার্মান ফুটবলগাপল দেশ অথচ সেদেশের মহিলা ফুটবলারদের নিয়ে কোনও মাতামাতিই নেই। ভিডিও-তে একজন বললনে,"আমরা দেশের হয়ে খেলি অথচ কেউ আমাদের নাম জানে না।"
আরও পড়ুন: কে এই নিকি লাউডা?
'We may not have balls, but we know how to use them' ⚽
From 7th June, the @DFB_Frauen will be going for their third @FIFAWWC - whether you like it or not ????♀️@commerzbank#FIFAWWCpic.twitter.com/C5V8zVaOxP
— Germany (@DFB_Team_EN) May 20, 2019
ভাবলেও অবাক লাগে যে, লোথার ম্য়াথিউস, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর গার্ড মুলারের দেশে এই মেয়েরাই আটবার ইউরো কাপ জিতেছেন। এক বার নয় দু'বার তাঁরাই পেয়েছেন বিশ্বকাপ। অথচ ১৯৮৯ সালে ইউরো কাপ জেতার পর জার্মান মহিলা দলের সদস্যরা পেয়েছিলেন শুধুমাত্র টি-সেট। সম্ভবত এটাই বুঝিয়ে দেয় খেলায়, বিশেষত ফুটবলে লিঙ্গবৈষম্য় আর পুরুষ প্রাধান্য। ভিডিও-র ৪০ সেকেন্ডে একটি বার্তা রয়েছে। আর সেটাই নড়িয়ে দিয়েছে নেটিজেনদের। সেখানে বল হয়েছে, আমাদের বল নেই, কিন্তু আমরা জানি সেটা কীভাবে ব্যবহার করতে হয়।