Advertisment

IPL 2019: ওয়ার্নারের স্ত্রী'র বার্তায় মন গলল সোশালের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত থাকার পরেও ওয়ার্নার যে খেলাটা খেললেন, তা এককথায় অতুলনীয়। কোনও প্রশংসাই যথেষ্ট নয়। মনেই হয়নি তিনি বাইশ গজ থেকে ব্রেকে ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Wife Candice's emotional message for David Warner

ওয়ার্নারের স্ত্রী'র বার্তায় মন গলল সোশালের (ছবি-টুইটার/বিসিসিআই)

সম্প্রতি ডেভিড ওয়ার্নারের প্রসঙ্গে তাঁর প্রাক্তন অস্ট্রেলীয় সতীর্থ শেন ওয়াটসন জানিয়েছেন, যে তাঁর মনে পড়ছে না, শেষ চার-পাঁচ বছর ওয়ার্নারের খারাপ ফর্ম তিনি দেখেছেন কি না! ওয়াটোর মতে বিশ্বের সব প্রান্তেই সফল হয়েছেন ওয়ার্নার। ওয়াটসন ভুল কিছু বলেননি। চলতি আইপিএল তার সবচেয়ে বড় প্রমাণ। কী অসাধারাণ ফর্মেই না ছিলেন ওয়ার্নার।

Advertisment

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত থাকার পরেও ওয়ার্নার যে খেলাটা খেললেন, তা এককথায় অতুলনীয়। কোনও প্রশংসাই যথেষ্ট নয়। মনেই হয়নি তিনি বাইশ গজ থেকে ব্রেকে ছিলেন।

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গত সোমবার চলতি আইপিএলের শেষ ম্যাচটা খেলে ফেললেন তিনি। ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়। পরের স্টেশন ইংল্যান্ড। এবার দেশের জার্সিতে বিশ্বকাপে খেলবেন তিনি। জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে যোগ দিতেই ভারত ছাড়লেন ওয়ার্নার। শেষ ম্যাচেও ওয়ার্নার নিজের ছাপ রেখেছেন। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৫৬ বলে ৮১ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়ার্নারের ব্যাটে ভর করেই হায়দরাবাদ ৪৫ রানে পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের রাস্তায় নিজেদের রেখেছে।

একটি সেঞ্চুরি ও আটটি হাফ-সেঞ্চুরির সুবাদে ওয়ার্নার এই আইপিএলে ৬৯২ রান করেছেন। ডজন ম্যাচে ব্যাট করেছেন ৬৯.২০-এর গড়ে। সম্ভবত এই মরসুমে তাঁর মাথা থেকে কেউ আর অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিতে পারবেন না। এমন পর্যায় নিয়ে গিয়েছেন নিজের রান।



ওয়ার্নারের প্রতি নিজের ভালবাসা আর শ্রদ্ধা জানাতে ভুললেন না তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। টুইট করলেন তিনি। লিখলেন, "অসাধারণ ভাবে আইপিএল শেষ করেছ তুমি। আমি আর মেয়েরা তোমার জন্য আজীবন গর্বিত। তোমার কাজের দৃষ্টিভঙ্গি আর হাল না ছাড়ার মানসিকতাই অনুপ্রেরণা। আমরা তোমাকে ভালবাসি"

IPL Sunrisers Hyderabad David Warner
Advertisment