Advertisment

শুধু ৬০০ উইকেটই নয়, কুম্বলেকেও টপকাক অ্যান্ডারসন, বললেন ম্যাকগ্রা

টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়াই লক্ষ্য হোক জিমি অ্যান্ডারসনের। এমনটাই বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্টবোলার গ্লেন ম্যাকগ্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jimmy Anderson

অ্যান্ডারসনকে ৬০০ উইকেটের টার্গেট দিলেন ম্যাকগ্রা

টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়াই লক্ষ্য হোক জিমি অ্যান্ডারসনের। এমনটাই বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্টবোলার গ্লেন ম্যাকগ্রা। রবিবার ওভালে ভারত-ইংল্যান্ডের সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের অন্তিম দিনে ইংরেজ পেসার অ্যান্ডারসন অনন্য নজির গড়েছেন। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ম্যাকগ্রাকে ছাপিয়ে অ্যান্ডারসনই হয়ে গিয়েছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এর আগে টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের মধ্যে ম্যাকগ্রার ঝুলিতেই ছিল সবচেয়ে বেশি উইকেট। ১২৪টি টেস্টে ৫৬৩টি উইকেট ছিল তাঁর। ১৪৩টি টেস্ট খেলে অ্যান্ডারসনে চলে আসল ৫৬৪টি।

Advertisment

ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের পাঁচ নম্বর দিনে মহম্মদ শামিকে ফেরাতেই অ্যান্ডারসন এই ম্যাজিক অঙ্ক ছুঁয়ে ফেলেন। এর সঙ্গেই ইংল্যান্ড ১১৮ রানে ম্যাচ জিতে সিরিজ ৪-১ পকেটে পুরে নেয়। অ্যান্ডারসনের আগে এখন শুধুই তিন স্পিনার। অনিল কুম্বলে (৬১৯), শেন ওয়ার্ন (৭০৮) ও মুথাইয়া মুরলীথরন (৮০০)।

আরও পড়ুন: বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরি কুকের

‘ইংলিশ সুইং কিং’ অ্যান্ডারসন ৬০০ উইকেট থেকে আর ৩৬ ধাপ দূরে। ম্যাকগ্রা বলছেন, “অ্যান্ডারসন যদি ৬০০ উইকেট নিতে পারে তাহলে সেটা অসাধারণ হবে। ও আমাকে টপকে গেছে। ওর পরের লক্ষ্য ৬০০ টেস্ট উইকেট। আর ওর মধ্যে যদি খেলার সেই খিদে থাকে আর নিজের ফিটনেস বজায় রাখতে পারে, তাহলে যতদিন চাইবে খেলে যেতে পারবে।” অ্যান্ডারসনের এখন বয়স ৩৬। কিন্তু ম্যাকগ্রা মনে করছেন ব্রিটিশ পেসারের মধ্যে এখনও অনেক ক্রিকেট রয়েছে। ম্যাকগ্রা চাইছেন অ্যান্ডারসন অনিল কুম্বলেকেও ছুঁয়ে ফেলুক। অজি পেসারের সংযোজন, “আমার এটা দেখতে ভাল লাগবে যে, জিমি ৬০০ উইকেট পেয়েছে। শুধু তাই নয়, ওর সামনে এখন যে, তিন জন রয়েছে, তাঁরা সকলেই স্পিনার। আমার মনে হয়ে কুম্বলের উইকেট সংখ্যা ওর আয়ত্বের মধ্যেই।”

Advertisment